Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হীরকজয়ন্তী-র অমল আলোয় শিমূলবেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠ (উঃ মাঃ)

হীরকজয়ন্তী-র অমল আলোয় শিমূলবেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠ (উঃ মাঃ)
গ্রাম্য সংস্কৃতি শিক্ষার পরম্পরা ঐতিহ্যকে সুসংহত রেখে আমাদের মাতৃসমা বিদ্যালয় শিমূলবেড়া যোগেন্দ্র বিদ্যাপীঠ (উঃমাঃ) (৬০তম বর্ষ) হীরকজয়ন্তী বর্ষে পদার্পণ করেছে।এই…

 




হীরকজয়ন্তী-র অমল আলোয় শিমূলবেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠ (উঃ মাঃ)


গ্রাম্য সংস্কৃতি শিক্ষার পরম্পরা ঐতিহ্যকে সুসংহত রেখে আমাদের মাতৃসমা বিদ্যালয় শিমূলবেড়া যোগেন্দ্র বিদ্যাপীঠ (উঃমাঃ) (৬০তম বর্ষ) হীরকজয়ন্তী বর্ষে পদার্পণ করেছে।

এই গৌরবোজ্জ্বল প্রবহমানতার মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে আগামী ৩১শে জানুয়ারী ও ১লা ফেব্রুয়ারী, ২০২৩ শুভারম্ভ ঘটবে বর্ষব্যাপী হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের। এই মিলনমেলায় স্বপ্নযজ্ঞের অভিষেক হোক আপনার পুণ্য স্পর্শে, আন্তরিক সাহচর্য ও সহযোগিতায়। —এই আমাদের হার্দিক প্রত্যাশা। জানিয়েছেন 

শ্রী পার্থ বটব্যাল সভাপতি শ্রী অনিমেষ প্রধান

সহ-শিক্ষক, কার্যকরী সভাপতিশ্রী অরুণ কুমার দিণ্ডা ও শ্রী পলাশ হালদার যুগ্ম সম্পাদক শ্রী সমর সিন্হা

হীরকজয়ন্তী বর্ষ উদ্‌যাপন কমিটি, শিমুলবেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠ (উঃমাঃ) প্রধান শিক্ষক, চেয়ারম্যান

৩১শে জানুয়ারী মঙ্গলবার সকাল ৮ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রভাতফেরী। ১০ টায় পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে মাল্যদান।

বিশিষ্ট অতিথিবর্গের বরণ ও শ্রদ্ধা আপন।

- প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে হীরক জয়ন্তীর শুভ সূচনা।

 উপস্থিতি  থাখবেন উদ্বোধক  জ্যোতিময় কর, চেয়ারম্যান, হলদিয়া উন্নয়ন পর্ষদ, প্রাঃ মন্ত্রী, পঃ বঃ সরকার। প্রধান অতিথি সৌমেন মহাপাত্র, বিধায়ক, তমলুক এবং চেয়ারম্যান, ক্ষুদ্র শিল্প নিগম, পঃ বাঃ।  তিলক চক্রবর্তী, বিধায়ক, মহিষাদল, বিমানবিহারী জানা, মহকুমা শিক্ষা আধিকারীক, হলদিয়া,

 অরিন্দম চাউল্যা, অবর বিদ্যালয় পরিদর্শক, সুতাহাটা উত্তর চক্র। সাধনচন্দ্র জানা, ভাইস চেয়ারম্যান, হলদিয়া উন্নয়ন পর্ষদ, মিলন কুমার পাত্র, সদস্য, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। আঞ্জুমা বিবি, সভাপতি, সুতাহাটা পঞ্চায়েত সমিতি। শিউলি দাস, সভাপতি, মহিষাদল পঞ্চায়েত সমিতি। তুষারকান্তি মাইতি, পূর্ত কর্মাধ্যক্ষ, সুতাহাটা পঞ্চায়েত সমিতি।  দুর্গারাণী পণ্ডিত মাইতি, প্রধান, চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত।"  মধুমিতা দাস হালদার, প্রধান, বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েত।  সমর সিন্হা, প্রধান শিক্ষক, শিমুলবেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠ, উঃমাঃ।

 শ্রুতিনাটক বিকাল ৫ টায় মাউথ অরগান, উপস্থাপনায়- বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন সাহু।

 একক নাটক, উপস্থাপনায়- বিদ্যালয়ের শিক্ষক  রাজু আচার্য। সন্ধ্যা ৭ টায় নাটক “ডামাডোল”, উপস্থাপনায়- বিদ্যালয়ের ছাত্রিবৃন্দ।

১লা ফেব্রুয়ারী বুধবার প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পুনর্মিলন।

সভাপতি, ড. অজয়কুমার দাস, প্রাক্তন ছাত্র, অধ্যাপক, বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়। দুপুর ১২ টায় প্রীতিভোজ । “রূপনগরের রূপকথা”, উপস্থাপনায়- বিদ্যালয়ের ছাত্রিবৃন্দ।

No comments