Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ, পূর্ব মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত অভীক্ষা ২০২২ এর ফল প্রকাশিত হল

পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ, পূর্ব মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত অভীক্ষা ২০২২ এর ফল প্রকাশিত হল

৩৬ বছরের ঐতিহ্যবাহী বিজ্ঞান সংগঠন....পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ....ভারতবর্ষের বৃহত্তম জনবিজ্ঞান সংগঠনও বটে। অবিভক্ত মেদিনীপুর জেলায় ১৯৯৪ সাল থেক…

 




পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ, পূর্ব মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত অভীক্ষা ২০২২ এর ফল প্রকাশিত হল



৩৬ বছরের ঐতিহ্যবাহী বিজ্ঞান সংগঠন....পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ....ভারতবর্ষের বৃহত্তম জনবিজ্ঞান সংগঠনও বটে। অবিভক্ত মেদিনীপুর জেলায় ১৯৯৪ সাল থেকে শুরু হয় "বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা।" পরবর্তীকালে জেলাভাগের পর পূর্ব মেদিনীপুর নিজস্ব উদ্যোগে এই অভীক্ষা সংগঠিত করে প্রতি বছর। গত দুবছর অতিমারীর দাপটে সমগ্র নীলগ্রহ বিপর্যস্ত ছিল,ছাত্রছাত্রীদের স্কুল বন্ধ থাকায়  ছোট্ট বন্ধুদের  পৌঁছনো যায়নি।প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরাও উন্মুখ ছিল অভীক্ষায় অংশগ্রহণ করার জন্য।তাই এবার আমাদের পূর্ব মেদিনীপুর জেলার অভীক্ষায় ৬০৬ টি স্কুলের ৪৫৩৬৯ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ১৮৩ টি অভীক্ষাকেন্দ্রে। দ্বিতীয় থেকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা এই অভিক্ষায় অংশগ্রহণ করে। ইংরেজি মাধ্যমের ১০ টির ও বেশি স্কুল অংশগ্রহণ করে।ইংরেজি মাধ্যম অভিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৫৬ জন। সর্বস্তরের বিজ্ঞানকর্মী,অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক সহায়তায় সুচারু রূপে সম্পন্ন হয় এই অভীক্ষা গত ২৫ সেপ্টেম্বর। সর্বোচ্চ  ৪৫৩৬ জন অভীক্ষার্থি ছিল তমলুক ২ বিজ্ঞান কেন্দ্রে। বড় অভীক্ষা কেন্দ্রগুলোতে বইস্টল ও পোস্টার প্রদর্শনীর আয়োজন  করা হয়। ছাত্রছাত্রী ,শিক্ষক শিক্ষিকা ,বিজ্ঞানকর্মী  ও অভিভাবক মিলিয়ে লক্ষাধিক মানুষ এই অভীক্ষা প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত ছিলেন।আজ/ ৮ ই জানুয়ারী২৩ সেই অভী ক্ষার  ফলাফল ঘোষণা করলেন জেলা আহ্বায়ক শুচিস্মিতা মিশ্র। ১২ টি বিজ্ঞান কেন্দ্রের ২৪ জন ছাত্র ছাত্রী জেলাভিত্তিক প্রথম দ্বিতীয়,তৃতীয় স্থান অর্জন করেন। উপস্থিত ছিলেন রাজ্য সহ সম্পাদক ও এ যুগের কিশোর বিজ্ঞানী পত্রিকার সম্পাদক ড: অরুণাভ মিশ্র ,জেলা সম্পাদক রবীন সামন্ত ,সভাপতি দূর্গাপদ দাস,অভিক্ষা নিয়ামক সোমনাথ সেনগুপ্ত ও অ ভিক্ষা সহ - নিয়ামক অঞ্জন কুন্ডু।

No comments