Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৭ দিনের বইমেলার ঘণ্টি বাজিয়ে উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ

৭ দিনের বইমেলার ঘণ্টি বাজিয়ে উদ্বোধন করেন  শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ


 ২৩ জানুয়ারি সোমবার,  সুতাহাটা আজাদ হিন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন প্রাঙ্গণে লোকশিল্পী ও পড়ুয়াদের নিয়ে বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শু…

 




৭ দিনের বইমেলার ঘণ্টি বাজিয়ে উদ্বোধন করেন  শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ




 ২৩ জানুয়ারি সোমবার,  সুতাহাটা আজাদ হিন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন প্রাঙ্গণে লোকশিল্পী ও পড়ুয়াদের নিয়ে বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হল হলদিয়া বইমেলা । ৭ দিনের এই বইমেলার শুভ উদ্বোধন করেন  শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ, সম্পাদক, রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র ও সদস্য অছি পরিষদ ,রামকৃষ্ণ মঠ, বেলুড়। অনুষ্ঠানের প্রধান অতিথির হিসেবে ছিলেন শ্রী পূর্ণেন্দু কুমার মাজী ,জেলাশাসক, পূর্ব মেদিনীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুপ্রভাত চট্টোপাধ্যায় ,হলদিয়া মহকুমাশাসক ও পৌর প্রশাসক,  চিফ জেনারেল ম্যানেজার ও প্লান্ট হেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অতনু সান্যাল

ও এভারেস্ট জয়ী বাঙালি কন্যা  শ্রীমতি পিয়ালী বসাক প্রমুখ। বইমেলার সাধারণ সম্পাদক সুবিমল দাস বলেন মানুষের মধ্যে নতুন নতুন চিন্তা চেতনার বিকাশ, মানুষের মনে জমে থাকা গ্লানিকে পুরোপুরিভাবে বিসর্জন দিয়ে মনকে তরতাজা রাখতে ' বই ' একটি অদ্বিতীয় সম্পদ বলা যেতেই পারে ।এক কথায় বয়সী পাঠক পাঠিকা, বিভিন্ন প্রকাশনী সংস্থা, স্থানীয় বই বিক্রেতাদের সাময়িক মিলনের কেন্দ্রস্থল হল এই বইমেলা। হলদিয়া বইমেলায় বই ক্রয় বিক্রয় মধ্যে হবে বিভিন্ন অনুষ্ঠান, থাকছে সেমিনার, প্রতিযোগিতা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাঝি তিনি বললেন এই জেলা স্বাধীনতা সংগ্রামের জেলা শিক্ষা, সংস্কৃতিতে প্রথম স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে। কিন্তু বিশেষ করে নাবালিকা বিবাহ খুবই লজ্জাজনক। সে জন্যই সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসতে হবে প্রচারের মাধ্যমে যাতে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিবাহ না দেয় তাদের বাবা-মা। আজকের সভায় ঘন্টা বাজিয়ে বইমেলার উদ্বোধন হয়।


No comments