Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লক্ষণ কি রাজনীতিতে এবার অপ্রাসঙ্গিক!হলদিয়াতে সংবাদ মাধ্যমের সাথে দুর্ব্যবহারে প্রশ্ন রাজনৈতিক মহলে।জেলা জুড়ে এক যোগে সমালোচনা রাজনৈতিক ব্যক্তিত্বের।

লক্ষণ কি রাজনীতিতে এবার অপ্রাসঙ্গিক!হলদিয়াতে সংবাদ মাধ্যমের সাথে দুর্ব্যবহারে প্রশ্ন রাজনৈতিক মহলে।জেলা জুড়ে এক  যোগে সমালোচনা রাজনৈতিক ব্যক্তিত্বের।গতকাল ১২ই জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে এক অন…

 




লক্ষণ কি রাজনীতিতে এবার অপ্রাসঙ্গিক!হলদিয়াতে সংবাদ মাধ্যমের সাথে দুর্ব্যবহারে প্রশ্ন রাজনৈতিক মহলে।জেলা জুড়ে এক  যোগে সমালোচনা রাজনৈতিক ব্যক্তিত্বের।

গতকাল ১২ই জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

হলদিয়া ইন্সটিটিউট অফ হেলথ সায়েন্স কলেজ ক্যাম্পাসে এই সভায় বক্তব্য রাখেন প্রাক্তন  সাংসদ,আইকেয়ারের চেয়ারম্যান ড. লক্ষ্মণ চন্দ্র শেঠ ।

 এই অনুষ্ঠানে শেষে "এদিনের এই সভা ও এই কর্মসূচির ভবিষ্যত পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলে সাংবাদিকদের সঙ্গে চরম দূরব্যবহার করেন লক্ষ্মণ চন্দ্র শেঠ। কার্যত হাত দিয়ে মিডিয়ার বুম টিভি ৯ এবং হলদিয়া নিউজ সরিয়ে দেন এবং 'মুখে শোনা যায় দূর দূর শব্দ' 

কিন্তু প্রশ্ন কেন এই ব্যাবহার করলেন লক্ষণ শেঠ! তা হলে কি ওনার মানসিক অবস্থা ভালো ছিলো না ! না  সদ্য রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি হওয়ার দম্ভ কাজ করছে তার মধ্যে। যদিও একদা নন্দীগ্রাম কাণ্ডের নায়ক বলে অভিযুক্ত তমলুকের প্রাক্তন সাংসদ কি এতটাই অপ্রাসঙ্গিক হয়েছেন যে নিজের ভারসাম্য রক্ষায় করতে পারছেন না বলেই মত জেলার রাজনৈতিক মহলের।

 যদিও জেলা কংগ্রেসের মধ্যে লক্ষণ শেঠ কে সিংহভাগ মানুষ মানতে পারছেন না মন থেকেই। রাজ্য সহ সভাপতি হওয়ার পর থেকে দলের অন্দরে রয়েছে বিস্তর অসন্তোষ। যা নিয়ে অনেক এস এম এস চালা চালি হয়েছে। কেন এমন ব্যাবহার প্রাক্তন সাংসদের সেই প্রশ্ন ওনার ঘনিষ্ঠজন রাও তা জানতে চান।

'যদিও  এই বিষয়ে জানতে চাইলে প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ বলেন,বিষয়টা আমার জানা নেই, কার কি বুম ছিল আমি দেখিনি। আর এমন কোনো ঘটনা ই হয়নি। কোনো বুম দেখেনি আমি বলে পুরো ঘটনা অস্বীকার করে বলেন  কোনো বুম ছিল না বলে দাবি করেন এই সাংসদ।'

'এই বিষয়ে সিপিএমের রাজ্য  ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হিমাংশু দাস বলেন, ওনার বিষয়ে কি আর বলবো। তবে উনি যে দলেই লোক হন না কেন। রাজনৈতিক ব্যক্তিত্ব এমন ব্যাবহার কোনো ভাবেই মানায় না। তবে কেন করলেন এমন জানি না।'

'হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল বলেন,লক্ষণ বাবু সংবাদ মাধ্যমের সাথে কেন করলেন এমন জানিনা। তবে প্রশ্ন অপছন্দ হতেই পারে এড়িয়ে যেতে পারেন কিন্তু সংবাদ মাধ্যমকে অপমান কোনো ভাবেই মানা যায় না।'

'জেলা  আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার বলেন,আমার বিরুদ্ধে যদি কেউ লেখে তা হলে সেই স্বাধীনতা সংবাদ মাধ্যমের রয়েছে। তা বলে সংবাদ মাধ্যমের সাথে দুর্ব্যবহার বা খারাপ আচরণ করবো এমন না। তবে কেন উনি করলেন তা জানি না। তবে না করলেন ভালো হলো।'

'জেলা কংগ্রেস সভাপতি মানস কর মহাপাত্র বলেন,লক্ষণ শেঠ সংবাদ মাধ্যমের সাথে কেন এমন করলেন জানি না। তবে ঐ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন না তাই আমি ঐ বিষয়ে কিছু বলতে পারবো না।'

No comments