Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বার্ষিক জেলা সংসদ সভা ২০২১- ২০২২

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বার্ষিক জেলা সংসদ সভা ২০২১- ২০২২ ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার সকাল ১১টায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ-এর " বার্ষিক জেলা সংসদ সভা ২০২১- ২০২২" কাপাসএড়্যা র নবনির্মিত অত্যাধুনিকমানের অডিটোরিয়ামে…

 



পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বার্ষিক জেলা সংসদ সভা ২০২১- ২০২২

 ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার সকাল ১১টায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ-এর " বার্ষিক জেলা সংসদ সভা ২০২১- ২০২২" কাপাসএড়্যা র নবনির্মিত অত্যাধুনিকমানের অডিটোরিয়ামে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠিত হল। প্রদীপ প্রজ্জ্বলন করেন জেলার অতিরিক্ত জেলাশাসক শ্বেতা আগরওয়াল। এদিনের বার্ষিক সভায় বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, অতিরিক্ত জেলা শাসক শ্বেতা আগরওয়াল ,বিধায়ক তিলক কুমার চক্রবর্তীও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন সভাধিপতি মধুরিমা মন্ডল প্রমূখ। মহিষাদল ব্লকের কাপাস এড়্যায় ১১৬ নম্বর হলদিয়া --মেচেদা জাতীয় সড়কের নিকটস্থ প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে   অত্যাধুনিক মানের এই অডিটোরিয়ামটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। তিনি আরও জানান, সেই সময় রাজ্যের পূর্ত দপ্তরের মন্ত্রী ছিলেন ডা:  সুদর্শন ঘোষ দস্তিদার । মন্ত্রীর তহবিলের আর্থিক খরচে এই অডিটোরিয়ামটি নির্মিত হয়েছে। এই অডিটোরামটি মহিষাদল বাসীর তথা মহিলাদলের গর্বের প্রতিষ্ঠান । অডিটোরিয়ামের  অনতিদূরে নির্মিত হচ্ছে মহাত্মাগান্ধী বিশ্ববিদ্যালয়। সুতরাং মহিষাদলবাসীর প্রত্যেকেরই উচিত এই গর্বের প্রতিষ্ঠানটিকে লক্ষ্য নজর রাখা। এদিকে জেলা পরিষদের সভাধিপতি  তথা বিধায়ক উত্তম কুমার বারিক জানান, জেলার প্রশাসনিক বৈঠকে আলোচনা সাপেক্ষে কাকে দায়িত্ব দেওয়া হবে। সেখানেই ঠিক হবে । আজ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বার্ষিক জেলা সংসদ সভায় উপস্থিতির হার একেবারেই ভালো নয়। প্রতিটি ব্লকের  প্রধান ,পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষগণদের উপস্থিত হওয়ার কথা। এই সভায় বিভিন্ন ব্লকের কর্মাধ্যক্ষ এবং প্রধানরা ও উপস্থিত হয় না ।

No comments