Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ট্রমা সেন্টারের পরিবর্তে জেনারেল হাসপাতাল করার দাবি- চেয়ারম্যান

ট্রমা সেন্টারের পরিবর্তে জেনারেল হাসপাতাল করার দাবি- চেয়ারম্যানপরিদর্শনে পাঁচ সদস্যের পুরনগর উন্নয়ন দফতরের স্ট্যান্ডিং কমিটির দল। তারা খতিয়ে দেখল পর্ষদের ট্রমা সেন্টার। অন্য প্রকল্পের অগ্রগতি । এরপর তাঁরা হলদিয়ার ট্রমা সেন্টা…

 



ট্রমা সেন্টারের পরিবর্তে জেনারেল হাসপাতাল করার দাবি- চেয়ারম্যান

পরিদর্শনে পাঁচ সদস্যের পুরনগর উন্নয়ন দফতরের স্ট্যান্ডিং কমিটির দল। তারা খতিয়ে দেখল পর্ষদের ট্রমা সেন্টার। অন্য প্রকল্পের অগ্রগতি । এরপর তাঁরা হলদিয়ার ট্রমা সেন্টার পরিদর্শনে যান। ট্রমা সেন্টারের কাজ কীভাবেট চলছে, সে বিষয়ে তাঁরা তথ্য সংগ্রহ করেন। স্ট্যান্ডিং কমিটির নেতৃত্বে ছিলেন তাপস চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) দিব্যা মুরগাসন। হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর বলেন, “প্রকল্পের কাজকর্ম কতদূর এগিয়েছে সে বিষয়ে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা খোঁজখবর নিতে এসেছিলেন। তারা ট্রমা সেন্টার পরিদর্শন করেও গিয়েছেন। ট্রমা সেন্টারের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে খরচ হয়েছে প্রায় ৮ কোটি টাকা। তিনি বলেন এত বড় ট্রমা সেন্টার করার দরকার নেই। বর্তমান  ডিমান্ড বলছে ১০টি  ট্রমা বেড রেখে বাকিটাই জেনারেল হাসপাতাল করা দরকার পড়েছে। ইতিমধ্যে হলদিয়া মহকুমার হাসপাতাল ট্রমা সেন্টারে জন্য হলদিয়া রিফাইনারি তার কাজ শুরু করেছেন। ট্রমা সেন্টারে ১০০ টি বেড রয়েছে তার মধ্যে ১০টি বেড ট্রমার জন্য রেখে বাকিটা জেনারেল করার দাবি করেছেন বলেই তিনি জানালেন। স্ট্যান্ডিং কমিটির সদস্যরা উন্নয়ন পর্ষদের কাজে সন্তোষ প্রকাশ করেছেন।”

No comments