Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাম বাম জোটকে হটিয়ে সমবায় নির্বাচনে বোর্ড গঠনের পথে তৃণমূল

রাম বাম জোটকে হটিয়ে সমবায় নির্বাচনে বোর্ড গঠনের পথে তৃণমূল
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় রামরাম জোট মডেল করে শাসকদলকে ধরাশায়ী করেছে কিন্তু ঐ মডেল মহিষাদল বিধানসভা এলাকায় তা কার্যকরী হয়নি। ভবানীপুর থানার অন্তর্গত হলদি…

 




রাম বাম জোটকে হটিয়ে সমবায় নির্বাচনে বোর্ড গঠনের পথে তৃণমূল


পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় রামরাম জোট মডেল করে শাসকদলকে ধরাশায়ী করেছে কিন্তু ঐ মডেল মহিষাদল বিধানসভা এলাকায় তা কার্যকরী হয়নি। ভবানীপুর থানার অন্তর্গত হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় বাড় উত্তরহিংলী সমবায় নির্বাচনে রাম বাম জোটকে  তৃণমূল কংগ্রেস বোর্ড গঠনে এগিয়ে গেল। মোট আসন ৪৭ টি তার মধ্যে ৩০ টি আসনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে। বাকি ১৭ টি আসন নির্বাচন রাত কাটলেই ৯ ই ডিসেম্বর শুক্রবার। নন্দকুমার মডেলের এই কার্যকর করে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সমবায় নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করেছিল রাম বাম জোট।কিন্তু এখানে কোন জোট আর মডেল কার্যকর হলো না। ১৭ টি আসনে একদিকে রাম বাম জোট অপর দিকে শাসকদল তৃণমূল কংগ্রেস। ১৭ টি আসনে নির্বাচন ঘিরে এখন সমবায় নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই। ময়দানে শাসক ও বিরোধী দল। তৃণমূল কংগ্রেস প্রার্থী শংকর অধিকারী বলেন মা মাটি মানুষের সরকার প্রতিনিধিতে সমবায়ে বহু উন্নয়ন হয়েছে। সে কারণেই ৩০ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি। আগামীকাল আমাদের নির্বাচন রয়েছে আমরা সব কটি আসনে জয় লাভ করে বিরোধীশূন্য সমবায় করব এটাই আমাদের লক্ষ্য।


No comments