হলদিয়া আইন কলেজে সচেতনতা শিবির
হলদিয়া আইন মহাবিদ্যালয়ে জাতীয় উপভোক্তা অধিকার দিবস(২৪ ডিসেম্বর) কে সামনে রেখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের, পূর্ব মেদিনীপুর এর উদ্যোগে অনুষ্ঠিত হল একটি আইনি সচেতনতা শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত…
হলদিয়া আইন কলেজে সচেতনতা শিবির
হলদিয়া আইন মহাবিদ্যালয়ে জাতীয় উপভোক্তা অধিকার দিবস(২৪ ডিসেম্বর) কে সামনে রেখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের, পূর্ব মেদিনীপুর এর উদ্যোগে অনুষ্ঠিত হল একটি আইনি সচেতনতা শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মহামান্য জেলা জজ্ সুযশা মুখার্জি, পশ্চিমবঙ্গ রাজ্য উপভোক্তা বিবাদ নিষ্পত্তি কমিশন এর প্রিসাইডিং জজ্, বেঞ্চ ২, শ্রী শ্যামল গুপ্ত, পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচীব শ্রী সমরেশ বেরা ও মহা বিদ্যালয়ের উপাধ্যক্ষ, অধ্যাপক ও ছাত্র ছাত্রীরা।
উপভোক্তাদের কি কি আইনি অধিকার আছে, বিক্রেতার দ্বারা প্রতারিত হলে কি কি আইনি সুরক্ষা পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
No comments