Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন বিরোধী দলনেতার শুভেন্দু

রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন বিরোধী দলনেতার শুভেন্দুবুধবার কাঁথির সভা থেকে শাসক দলের বিরুদ্ধে বেনজির আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবাস যোজনা নিয়ে তৃণমূলের একাধিক পঞ্চায়েত স্তরের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বিস্তর…

 


রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন বিরোধী দলনেতার শুভেন্দু

বুধবার কাঁথির সভা থেকে শাসক দলের বিরুদ্ধে বেনজির আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবাস যোজনা নিয়ে তৃণমূলের একাধিক পঞ্চায়েত স্তরের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বিস্তর। বাদ যাচ্ছেন যোগ্যরা। তাই ২০২৩ এর নির্বাচনে বিজেপিকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা।এদিন নন্দীগ্রামের বিধায়ক বলেন, আপনারা আবাস যোজনা নিয়ে বিন্দুমাত্র বিচালিত হবেন না। আবাস যোজনার ১৭ টি দফা রয়েছে। সেই দফয়া অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। যদি দেখেন এই ১৭ দফার মধ্যে রয়েছে, কিন্তু তাঁকে টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, তাঁর নামের তালিকা মণ্ডল সভাপতি মারফত আমাদের কাছে পাঠাবেন। যদি প্রমাণিত হয়, তাহলে টাকা ফেরত করানোর দায়িত্ব আমাদের। একটাও তোলামূল পার্টির লোক, যাদের নাম ১৭ দফার মধ্যে পড়ছে, একটাও যদি নাম থাকে তাহলে টাকা ফেরত করার দায়িত্ব পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রীর।


তিনি আরও বলেন, ২০১৮ সালের খসড়ায় যাদের নাম নেই, তাঁরা কী করে অন্তর্ভুক্ত করবেন? নাম অন্তর্ভুক্ত হবে না। এর সমাধান হল ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জেতাতে হবে। যারা ২০১৮ সালে যোগ্য থাকার পরেও আবাস যোজনার টাকা পাননি। তাঁরা ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জেতাতে পারলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে টাকা পাবেন। এটা আমি দ্যর্থহীণ ভাষায় বলতে পারি।বিজেপিকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা, ডিসেম্বরের ডেডলাইন নিয়ে সুর বদল শুভেন্দুর

একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর কথায়, পুলিশ ছাড়া তোলামূলের আর কিছু নেই। রাজনৈতিকভাবে তৃণমূল পরাজিত চাইলে তাঁদের পুলিশের সাহায্য নিতে হবেই। তাই আপনারা জাগ্রত হন। আমরা ভটে জিতেই বিজেপিকে ক্ষমতায় আনব। রাষ্ট্রবাদী সরকার হবেই।শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দুর বার্তা, এখানে পিসি এবং ভাইপোর বাজনা বাজিয়ে লাভ নেই। আমি বিজেপিতে যোগদান করেছি ১৯ ডিসেম্বর ২০২০ সালে। পিসি বলল আমি ৪ জানুয়ারি নন্দীগ্রাম যাবো। কিন্তু তা হলেন না ১৮ জানুয়ারি এলেন। বললেন, নন্দীগ্রাম আমার মেজো বোন। মেজো বোনে কী হয়েছে সেটা তো দেখেছেন। তারপর ভাইপো বললেন, তোর বাপকে ডাক। তারপর কী রেজাল্ট পেল! কাঁথি ও তমলুক লোকসভা নরেন্দ্র মোদিকে উপহার দেবো। ভোট দিতে পারলে বিজেপি একে থাকবে। তৃণমূলের দেখা মিলবে না।বিজেপিকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা, ডিসেম্বরের ডেডলাইন নিয়ে সুর বদল শুভেন্দুর

একইসঙ্গে এদিন বলেন, তারিখ পাল্টে যাবে। কিন্তু বছরটা একই থাকবে। আপনারা যা চাইছেন তাই হবে। আমরা এলে পরিযায়ী শ্রমিকদের ফিরয়ে আনবে। উত্তরপ্রদেশ ও গুজরাতের মতো নতুন করে সজ্জিত হবে পশ্চিমবঙ্গ।

No comments