Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে বই চর্চার আসর

হলদিয়াতে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত হলদিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ২৫শে ডিসেম্বর সকাল থেকে শুরু হয়েছে বই চর্চার আসর পূব মেদিনীপুর জেলার  হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত কল্যানী শিশু বিদ্য…

 




হলদিয়াতে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত হলদিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ২৫শে ডিসেম্বর সকাল থেকে শুরু হয়েছে বই চর্চার আসর পূব মেদিনীপুর জেলার  হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত কল্যানী শিশু বিদ্যালয় অনুষ্ঠিত হয়। সভায় দুটি বই প্রকাশ হয়। "কথার ছলে"- অশোক কুমার আচার্য্য ও "চিহ্ন"- বিরেন্দ্র নাথ মাইতি 

হলদিয়াতে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত হলদিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ২৫শে ডিসেম্বর সকাল থেকে শুরু হয় বই চর্চার আসর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক প্রাবন্ধিক উপস্থিত হন। পূব মেদিনীপুর জেলার  হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত কল্যানী শিশু বিদ্যালয় অনুষ্ঠিত হয় বই চর্চার আসর। সবাই যখন একজন বক্তা অন্যরা শ্রোতা এই শিরোনামে সভা শুরু হয় এই ধরনের প্রতিমাসে একবার করে হলদিয়া ভবানীপুর থানা সামনে বড়তলার আসার অনুষ্ঠিত হয়। প্রাক্তন প্রধান শিক্ষক চোরর্চিতা চোরের শ্বর হাই স্কুল ,হলদিয়া থেকে প্রকাশিত  শিল্প বন্দর পত্রিকার সম্পাদক বীরেন্দ্রনাথ মাইতি উদ্যোগে । যখন একজন বক্তা অপরজন শ্রোতা সেই ধরনের সভা সারা জেলা জুড়ে করার প্রয়াস নিয়েছেন। ২৫শে ডিসেম্বর সাহেবের বড়দিনে সকাল থেকে শুরু হয় ,যখন একজন বক্তা অপর জন সকলেই শ্রোতা ।সভায় দুটি বই প্রকাশ হয়। "কথার ছলে"- লেখক অশোক কুমার আচার্য্য ও "চিহ্ন"-  লেখক বিরেন্দ্র নাথ মাইতি ।

উপস্থিত ছিলেন ময়না রাজগড়ের রাজ পরিবারের সদস্য বাহুবলীন্দ্র । দুটি বইয়ের প্রকাশক কমলেশ নন্দ, জাতীয় শিক্ষক ডঃ সুজন কুমার বালা, প্রমুখ।

উপস্থিত ছিলেন ময়না রাজগড়ের  সদস্য বাহুবলীন্দ্র ও মনোরঞ্জন গুড়িয়া। প্রকাশক কমলেশ নন্দ প্রমুখ।

No comments