Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে এগরার বালিঘাইতে বিজেপির পক্ষ থেকে প্রভাত ফেরি

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে এগরার বালিঘাইতে বিজেপির পক্ষ থেকে প্রভাত ফেরি 
 ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার পূর্ব মেদিনীপুরের এগরার বালিঘাইতে কাঁথি …

 


প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে এগরার বালিঘাইতে বিজেপির পক্ষ থেকে প্রভাত ফেরি 


 ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার পূর্ব মেদিনীপুরের এগরার বালিঘাইতে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে প্রভাত ফেরি করা হয়। এরপরে বালিঘাইতে  অটলজির প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। পাশাপাশি ২৫ ডিসেম্বর বড়ো দিনে বিজেপির তরফে তুলসীপুজোর আয়োজনও করা হয়। অটলজির জন্ম দিবস উপলক্ষে এদিন এগরার বালিঘাইতে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির তরফে আয়োজিত সাংগঠনিক বৈঠকে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আজকে আমাদের দেশপ্রেমিক ও মহামানব প্রয়াত ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন। বিশ্বের সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল বিজেপি আজকে 'সুশাসন দিবস' পালন করছে। তিনি আরও বলেন, তৃণমূলের কোম্পানির মালিক মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নন্দীগ্রামে হারিয়েছি। এতবড়ো সাচ্চা দেশপ্রেমিক, রাষ্ট্রবাদী অটল বিহারি বাজপেয়ীর মতো কেউ হয় না। তাই অটল বিহারি বাজপেয়ী মানে আমাদের ভারত মাতার প্রকৃত আদর্শ সন্তান। বাজপেয়ীর প্রধানমন্ত্রীর সময়কালে সোনালী চতুর্ভুজ, মিড-ডে-মিল, আবাস যোজনা, সড়ক যোজনা -সহ নানা প্রকল্প চালু করে মানুষের মঙ্গল করেছেন। কারগিল যুদ্ধে পাকিস্তানকে হারিয়ে একেবারে গর্তে ঢুকিয়ে দিয়েছেন। তাই আমরা এই দিনটিকে 'সুশাসন দিবস' পালন করি। তৃণমূলের কাছে আগে ব্যক্তি এবং পরিবার। কিন্তু বিজেপির কাছে আগে দেশ, তারপরে ব্যক্তি ও পরিবার। আফগানিস্তান কার ছিল, পাকিস্থান কার ছিল, সবই আমাদের অবিভক্ত ভারতের ছিল। তাই আপনাদের জাগতে হবে। আবাস যোজনা দেয়নি, বিজেপির পঞ্চায়েত এলে হবে। যোগী আদিত্যনাথের মতো সরকার হলে পশ্চিমবঙ্গে সবার আগে চাকরি হবে। তালিবানে শিখ, জৈন ও খ্রিস্টানরা অত্যাচারিত। আগলি বার ২৪ এ চারশো পার- এই শপথ নিন। গ্রামে ছোট চোরদের নজর রাখুন। বড়ো চোরটা জানুয়ারিতে ধরা পড়বে। এখন পঞ্চায়েতে চোর ধরা চলছে। পাঁচ হাজার ভুয়ো শিক্ষক ধরা পড়েছে। এখনও আরও ত্রিশ থেকে চল্লিশ হাজারের ভুয়ো শিক্ষকের চাকরি যাবে। এদেরকে তাড়াতে হবে। আমি ১৯৫৬ ভোটে মমতা ব্যানার্জীকে হারিয়েছি। আর ডাকাতটাকে জেলে ঢোকাতেই হবে। এখানে দেশ বিরোধী শক্তিকে বুলডোজার চালাতে হবে। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী সফরসূচি প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবাংলার কিছু মিডিয়া আছে যারা মমতা ব্যানার্জীকে খুশি করার জন্য এই সমস্ত সংবাদ পরিবেশন করছে। ভগবানপুরে বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছিলো, এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। এনআইএ তদন্ত হবেই কোর্টের নির্দেশে এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবেই। আবাস প্লাসে দূর্নীতি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, যারা টাকা নিয়েছে, তাদের চামড়া উঠে যাবে। টাকা তো তোলামূল নেতাদের ফেরত দিতেই হবে। কেন্দ্রীয় সরকারের টাকা ফেরত করানোর দায়িত্ব আমাদের। আমি পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে মিটিং করে এসেছি। আমি চোরেদের  টাকা ফেরত করিয়েই ছাড়বো। আমি যখন তৃণমূলে ছিলাম আম্ফানের টাকা নিয়েছিল নন্দীগ্রামে ১৮৬ জনকে ২০ হাজার টাকার চেক বিডিও অফিসে ফেরত দিতে বাধ্য করেছিলাম। এখানেও বলে গেলাম প্রধানমন্ত্রী আবাস যোজনার গাইডলাইন ব্রেক করে একটা তোলামূলের নেতা যদি টাকা নেয়, ১৫ দিনের মধ্যে টাকা ফেরত করাবো, নইলে ক্রিমিনাল কেস করাবো।

No comments