Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পেট্রকেমে পাওয়ার ট্রিপ করে পুরো কারখানা অন্ধকার হয়ে যায় চাঞ্চল সৃষ্টি হয় শ্রমিকদের মধ্যে

হলদিয়া পেট্রকেমে পাওয়ার ট্রিপ করে পুরো কারখানা  অন্ধকার হয়ে যায় চাঞ্চল সৃষ্টি হয় শ্রমিকদের মধ্যেহলদিয়া পেট্রকেমে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৮.২০ নাগাদ পাওয়ার ট্রিপ করেছে।তাই কারখানা পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। খবর পাওয়া মাত্রই ম্…

 


হলদিয়া পেট্রকেমে পাওয়ার ট্রিপ করে পুরো কারখানা  অন্ধকার হয়ে যায় চাঞ্চল সৃষ্টি হয় শ্রমিকদের মধ্যে

হলদিয়া পেট্রকেমে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৮.২০ নাগাদ পাওয়ার ট্রিপ করেছে।তাই কারখানা পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। খবর পাওয়া মাত্রই ম্যানেজমেন্টের সবাই খোঁজখবর নিতে শুরু করে। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার ও অন্যান্য নেতৃত্ব বৃন্দদের সঙ্গে নিয়ে কারখানা পরিদর্শন করেন। শিবনাথ সরকার বলেন অতিরিক্ত বিদ্যুৎ উৎপন্ন হয়ে যাওয়ায় ট্রিপ করে যায় সেজন্যই পুরো কারখানা অন্ধকার হয়ে পড়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে তিনি জানালেন ভয়ের কোন কারণ নেই। হলদিয়া পেট্রো ক্যামিকেলস এর উৎপাদন স্বাভাবিক রয়েছে।

হলদিয়া পেট্রোকেমিক্যালে নিজস্ব স্ট্রিমের সাহায্যে টারবাইন ঘুরিয়ে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের প্ল্যান্ট রয়েছে। পাওয়ার প্ল্যান্টের এই টারবাইন ঘোরানোর জন্য বাইরের সাপ্লাই পাওয়ার নিয়ে থাকে। কারখানা সূত্রে জানা যায়, বাইরে থেকে বিদ্যুৎ সরবরাহ সঠিক না আসার পাওয়ার প্লান্ট ট্রিপ হয়ে যায় । তাই কারখানার বিদ্যুৎ সরাবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। কিছু সময়ের মধ্যেই কারখানার পাওয়ার প্লান্ট চালু করা হয়। কিন্তু উৎপাদন ব্যাহত হওয়ায় পাইপ লাইনের মধ্যে বিভিন্ন গ্যাস জমে যায়। পাইপ লাইনের গ্যাস সম্পূর্ণভাবে বাইরে বের করতে না পারলে ঝুঁকি রয়েছে। রাত্রে ঝুঁকি না নিয়ে , সকালে পাইপলাইনের মেইনটেনেন্স করা হবে বলে সূত্রের মাধ্যমে জানা যায়। বর্তমানে হলদিয়া পেট্রোকেমিকেলে উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। পাওয়ার প্লান্ট চালু করা হলেও কারখানায় পাওয়ার সরবরাহ বন্ধ রয়েছে




No comments