Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিলার উপর অ্যাসিড হামলার দায়ে নারায়ণ পট্টনায়ক নামে এক ব্যক্তিকে ১০বছরের কারাদণ্ড দিল হলদিয়া মহকুমার আদালত

মহিলার উপর অ্যাসিড হামলার দায়ে  নারায়ণ পট্টনায়ক নামে এক ব্যক্তিকে ১০বছরের কারাদণ্ড দিল হলদিয়া মহকুমার আদালতহলদিয়ার দুর্গাচক টাউনের এক মহিলার উপর অ্যাসিড হামলার দায়ে বৃহস্পতিবার নারায়ণ পট্টনায়ক নামে এক ব্যক্তিকে ১০বছরের কারাদণ্ড দ…

 



মহিলার উপর অ্যাসিড হামলার দায়ে  নারায়ণ পট্টনায়ক নামে এক ব্যক্তিকে ১০বছরের কারাদণ্ড দিল হলদিয়া মহকুমার আদালত

হলদিয়ার দুর্গাচক টাউনের এক মহিলার উপর অ্যাসিড হামলার দায়ে বৃহস্পতিবার নারায়ণ পট্টনায়ক নামে এক ব্যক্তিকে ১০বছরের কারাদণ্ড দিল হলদিয়া মহকুমা আদালত। একই সঙ্গে অভিযুক্তের ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও একমাস জেল খাটতে হবে। পাশাপাশি অন্য একটি মামলায় ওই ব্যক্তির একমাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এদিন হলদিয়া ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক আবু হালাল মনজুরুর রহমান এই রায় ঘোষণা করেন। ২০১৭সালের ২১সেপ্টেম্বর অভিযুক্ত নারায়ণ বছর পঞ্চাশের ওই মহিলার উপর অ্যাসিড হামলা চালান বলে অভিযোগ। আক্রান্ত মহিলার পক্ষের আইনজীবী সোমনাথ ভুঁইয়া বলেন, অভিযুক্ত নারায়ণ সম্পর্কে মহিলার নন্দাই অর্থাৎ ননদের স্বামী হন। সেই সূত্রেই ওই ব্যক্তি মহিলার পরিবারের যাতায়াত করত। কিন্তু পরে সম্পর্কের অবনতি হওয়ায় তাদের একবছর ধরে যোগাযোগ ছিল না। অভিযুক্ত হঠাৎ ২০১৭সালের ১২সেপ্টেম্বর মাঝরাতে মহিলার বাড়িতে অ্যাসিড হামলা চালাতে গিয়ে ধরা পড়ে পালিয়ে আসে। ৯দিন পর ফের অ্যাসিড হামলা চালায়। পুলিসের কাছে মহিলার জবানবন্দী থেকে জানা গিয়েছে, স্বামী মারা যাওয়ার পর নন্দাই নারায়ণ তাদের পাশে দাঁড়ায়। কিন্তু পরে সম্পর্কের অবনতি হয়। একদিন প্রবল বৃষ্টির রাতে সাড়ে ৩টে নাগাদ বাজ পড়ছিল বলে মহিলা ঘুম থেকে উঠে টিভির কেবল লাইন বন্ধ করতে যান। সেইসময় পর্দার আড়ালে ছায়া মূর্তি দেখে চোর চোর বলে মহিলা চেঁচিয়ে ওঠেন। তখন অভিযুক্ত হুমকি দিয়ে যায়, সে অ্যাসিড মারতে এসেছিল। কিন্তু মারতে পারল না। পরে দেখে নেবে। এরপর ২১সেপ্টেম্বর বেলা ১১টা নাগাদ মহিলার বাড়ির ছাদে উঠে ইঞ্জেকশনের সিরিঞ্জে অ্যাসিড ভরে হামলা চালায়। মহিলার চোখ, মুখ, গলা অ্যাসিডে জ্বলে যায়।

No comments