Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভা এমপ্লয়িজ ইউনিয়নের পৌরকর্মী কনভেনশন

হলদিয়া পৌরসভা এমপ্লয়িজ ইউনিয়নের পৌরকর্মী কনভেনশন অল বেঙ্গল মিউনিসিপ্যাল ওয়ার্কমেনস ফেডারেশন, হলদিয়া পৌরসভা এমপ্লয়িজ ইউনিয়নের কনভেনশন শনিবার ২৪ শে ডিসেম্বর চৈতন্যপুরে হয়। উদ্বোধন করেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক স…

 



হলদিয়া পৌরসভা এমপ্লয়িজ ইউনিয়নের পৌরকর্মী কনভেনশন

 অল বেঙ্গল মিউনিসিপ্যাল ওয়ার্কমেনস ফেডারেশন, হলদিয়া পৌরসভা এমপ্লয়িজ ইউনিয়নের কনভেনশন শনিবার ২৪ শে ডিসেম্বর চৈতন্যপুরে হয়। উদ্বোধন করেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক সেক মফিজুল ইসলাম। তিনি ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি লক্ষ্মীকান্ত সামন্ত, বাঁকি বিল্লাহ, অচিন্ত্য শাসমল, পরিতোষ পট্টনায়ক প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত হলদিয়া পৌরসভা সহ সারা রাজ্যে লুটের প্রতিযোগিতা চলছে। বামফ্রন্ট সরকারের সময়ে প্রতিষ্ঠিত অন্যতম গর্বের হলদিয়া পৌরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানকে এখন জেল খাটতে আমাদের দেখতে হচ্ছে। পৌর শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। হোল্ডিং ট্যাক্স, নতুন বাড়ির অনুমোদন সহ অন্যান্য পরিষেবা থেকে পৌর নাগরিকরা সমস্যায় জর্জরিত। এ থেকে মুক্তি পেতে হলে সিআইটিইউ পরিচালিত হলদিয়া পৌরসভা এমপ্লয়িজ ইউনিয়ন সহ বামপন্থী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সংগঠনগুলিকে আরও দায়িত্বশীল হতে হবে। সম্পাদকীয় প্রতিবেদনের উপর ৯ জন প্রতিনিধি আলোচনা করেন। কনভেনশন থেকে অশোক পাত্রকে সভাপতি, সুভাষ শীটকে সম্পাদক করে ১৫ জনের কমিটি গঠিত হয়।

No comments