Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের একদিনের জেল হেফাজত

হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের একদিনের জেল হেফাজত
হলদিয়া পুরসভার ট্রেকার স্ট্যান্ড দুর্নীতি মামলায় শনিবার রাতে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামলকুমার আদককে গ্রেপ্তার করেছে সুতাহাটা থানার পুলিস। শনিবার রাত সাড়ে …

 


হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের একদিনের জেল হেফাজত


হলদিয়া পুরসভার ট্রেকার স্ট্যান্ড দুর্নীতি মামলায় শনিবার রাতে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামলকুমার আদককে গ্রেপ্তার করেছে সুতাহাটা থানার পুলিস। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ শ্যামল গ্রেপ্তার হন। ওইদিন ভবানীপুর থানায় অপর একটি দুর্নীতি মামলার তদন্তে তাঁকে ডেকে পাঠিয়েছিল পুলিস। পরে সুতাহাটা থানার পুলিস ট্রেকার দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সন্ধে নাগাদ তাঁকে থানায় ডেকে পাঠায়। সেখানেই রাতে গ্রেপ্তার হন প্রাক্তন পুরপ্রধান। আজ, রবিবার শ্যামলকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। পুলিস জানিয়েছে, সুতাহাটার ট্রেকার স্ট্যান্ড দুর্নীতি মামলার কেসটি সম্প্রতি হলদিয়া থেকে তমলুকে জেলার বিশেষ আদালতে সরানো হয়েছে। ওই আদালতেই প্রিভেনশন অব কোরাপশন অ্যাক্ট অর্থাৎ দুর্নীতি বিষয়ক মামলার বিচার হয়। হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে বলেন, সুতাহাটা ট্রেকার স্ট্যান্ড তৈরি নিয়ে ৫০লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ হয়েছে। সেই মামলায় তৎকালীন পুরবোর্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল সত্যব্রত দাসকে গ্রেপ্তার করা হয়। কয়েকদিন আগে কায়ুম নামে এক ঠিকাদারকে পুলিস গ্রেপ্তার করে। এই দু'জনকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই শ্যামল আদক গ্রেপ্তার হয়েছে। শ্যামল আদক ওই পুরবোর্ডের চেয়ারম্যান ছিলেন। তিনিই ওই দুর্নীতির মাথা বলে মনে করছে পুলিস। এর আগে পুরসভার বিটুমিন রাস্তা দুর্নীতি মামলায় শ্যামল আদকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও শ্যামলের রিট পিটিশনের প্রেক্ষিতে সম্প্রতি হাইকোর্ট তাঁকে রক্ষাকবজ  দেয়। ফলে গত এক সপ্তাহ ধরে সেই মামলায় ভবানীপুর থানায় হাজির হচ্ছিলেন শ্যামল। সুতাহা থানার পুলিশ হলদিয়া মহকুমার আদালতে তোলেন আদালতের বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন আগামীকাল বারুই ডিসেম্বর হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কে তোলা হবে তমলুক আদালতে। শ্যামল আদক গ্রেফতার হয়েছেন সে নিয়ে প্রতিক্রিয়া দিলেন আইএনটিট ইউসি জেলা সভাপতি শিবনাথ সরকার।

No comments