Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৯-১৫ বছর বয়সী শিশুদের মিজলস (হাম) ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হবে

৯-১৫ বছর বয়সী শিশুদের মিজলস (হাম) ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হবে 
 ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারিপর্যন্ত পূর্ব মেদিনীপুর  জেলার ৯-১৫ বছর বয়সী শিশুদের মিজলস (হাম) ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হবে ।
সরকারি ও বেসরকারি স্কুল, অঙ্গনওয়াড়…

 




৯-১৫ বছর বয়সী শিশুদের মিজলস (হাম) ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হবে 


 ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারিপর্যন্ত পূর্ব মেদিনীপুর  জেলার ৯-১৫ বছর বয়সী শিশুদের মিজলস (হাম) ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হবে ।


সরকারি ও বেসরকারি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র,বিভিন্ন হোম, ক্রেস থেকে শুরু করে রেলস্টেশন, বাসস্ট্যান্ডে পথশিশুদেরও এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে  জেলা স্বাস্থ্যদপ্তর । ইটভাটা, আদিবাসী এলাকা ও প্রত্যন্ত এলাকায় টিকাকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে । এই সমস্ত জায়গার পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা গ্রামের পাড়ায় পাড়ায় গিয়ে এই টিকাকরণ করবেন । সাধারণত জেলার বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র থেকে শিশুদের রুবেলা ও মিজলসের রুটিন ভ্যাকসিন দেওয়া হয় । হলদিয়া পৌরসভার সূত্রে এলাকায় ৯ থেকে ১৫ বছর বয়েসী কিশোর কিশোরী প্রায় ৫৪ হাজার ৩৫২ জন রয়েছেন সমীক্ষা জানা গেছে ।তবে সচেতন অভিভাবক ছাড়া অনেকেই শিশুকে ভ্যাকসিন দিতে অবহেলা করেন । সেকারণে এবছর ১৫ বছর বয়স পর্যন্ত সব শিশু ও কিশোরদের ওই দুই রোগের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে । হলদিয়া পৌরসভার এলাকায় ৯ থেকে ১৫ বছর শিশুদের  ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কোন অসুবিধা যাতে না হয় সেজন্যই ২৯ টি ওয়ার্ডের আশা কর্মী স্বাস্থ্যকর্মীদের নিয়ে সভা করেন হলদিয়া পৌরসভা স্বাস্থ্য আধিকারিক। আজকের সভায় ছিলেন রথীন দাস, শাহানা খাতুন স্নেহাশীষ দে প্রমূখ।

No comments