লেজার ফিজিওথেরাপি ক্লিনিক ও অ্যাডভান্সন্ড প্যাথলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির উদ্বোধন
হলদিয়া ইন্সটিটিউট অব হেল্থ সায়েন্সে মঙ্গলবার কোটি টাকা ব্যয়ে তৈরি লেজার ফিজিওথেরাপি ক্লিনিক ও অ্যাডভান্সন্ড প্যাথলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির উদ্ব…
লেজার ফিজিওথেরাপি ক্লিনিক ও অ্যাডভান্সন্ড প্যাথলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির উদ্বোধন
হলদিয়া ইন্সটিটিউট অব হেল্থ সায়েন্সে মঙ্গলবার কোটি টাকা ব্যয়ে তৈরি লেজার ফিজিওথেরাপি ক্লিনিক ও অ্যাডভান্সন্ড প্যাথলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির উদ্বোধন হল। ক্লিনিক ও ল্যাবের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ ও কলেজের চেয়ারম্যান লক্ষ্মণ শেঠ। কলেজ কর্তৃপক্ষের দাবি, পূর্ব মেদিনীপুরে এধরনের ফিজিও ক্লিনিক নেই। কলকাতার বাইরে রাজ্যে এধরনের লেজার ফিজিও ক্লিনিক কম রয়েছে। মাত্র ২০টাকায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অত্যাধুনিক ফিজিও ক্লিনিকের পরিষেবা মিলবে। গরীব ও সাধারণ মানুষকেই মূলত এই পরিষেবা দেওয়া হবে। ২০লক্ষ টাকা ব্যয়ে নতুন আকারে ক্লিনিক গড়া হয়েছে। অন্যদিকে ৮০লক্ষ টাকা ব্যয়ে ৫টি ল্যাব তৈরি হয়েছে। এখানে প্যাথলজিক্যাল রিসার্চের কাজ শুরু হয়েছে। এজন্য পিসিআর টেস্ট সহ একাধিক টেস্টের জন্য আধুনিক ইলেকট্রনিক মেশিন, উন্নতমানের মাইক্রোস্কোপ আনা হয়েছে। উপস্থিত ছিলেন কলেজের ভাইস চেয়ারম্যান স্পর্শিতা পণ্ডাশেঠ, আইকেয়ারের সম্পাদক আশিস লাহিড়ি, আইকেয়ারের বোর্ড সদস্য সুদীপ্তন শেঠ প্রমুখ।
No comments