সারাদেশ জুড়ে চলছে ৬৯ তম সমবায় সপ্তাহ। আর সেই পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এগুলোকে দেহ দেওয়া সমবায় সমিতিতেও পালিত হচ্ছে ৬৯ তম সমবায় সপ্তাহ এদিন দহদেয়ার সমবায় সমিতির পক্ষ থেকে সাধারণ মানুষের ঋণ দেওয়ার পরিষেবার সাথেও বিভিন্ন…
সারাদেশ জুড়ে চলছে ৬৯ তম সমবায় সপ্তাহ। আর সেই পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এগুলোকে দেহ দেওয়া সমবায় সমিতিতেও পালিত হচ্ছে ৬৯ তম সমবায় সপ্তাহ এদিন দহদেয়ার সমবায় সমিতির পক্ষ থেকে সাধারণ মানুষের ঋণ দেওয়ার পরিষেবার সাথেও বিভিন্ন ধরনের সামাজিক মূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। এই সমবায় সমিতির উদ্যোগে দুদিন ধরে চলছে রক্তদান শিবির ও এদিন শিশুদের স্বাস্থ্য পরীক্ষা চক্র পরীক্ষা শিবির এমনকি ডায়াবেটিস পরীক্ষার শিবির ও আয়োজিত হয় কয়েকশো মানুষ এদিন এই পরিষেবা নিতে আসেন সেই সঙ্গে তারা এই সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাদের কথায় প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ যারা অর্থের অভাবে দূর দূরান্তের চিকিৎসা করতে যেতে পারেন না তাদের এই পরিষেবা দেওয়ার জন্য তারা অত্যন্ত খুশি
এদিন সবাই উপস্থিত ছিলেন উত্তম দাস বোর্ড ডাইরেক্টর বলা গেড়িয়া সেন্টাল কো-অপারেটিভ ব্যাংক শীর্ষেন্দু কুন্ডু সভাপতি দহদয়া সমবায় সমিতিও ম্যানেজার নির্মাল্য দে।
No comments