Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাহার ডাব গ্রামবাসীদের উদ্যোগে শ্রী শ্রী নরসিংহ পূজা

বাহার ডাব গ্রামবাসীদের উদ্যোগে শ্রী শ্রী নরসিংহ পূজা
নরসিংহ পুজায় বাহারডাব গ্রামবাসীরা সুতাহাটা গোপালচক বাহার ডাব গ্রামবাসীদের উদ্যোগে শ্রী শ্রী নরসিংহ পূজার আয়োজন করা হয় ।৮ ই অক্টোবর থেকে ১০  নভেম্বর পর্যন্ত এই তিন দিনব্যাপী প…

 




বাহার ডাব গ্রামবাসীদের উদ্যোগে শ্রী শ্রী নরসিংহ পূজা


নরসিংহ পুজায় বাহারডাব গ্রামবাসীরা সুতাহাটা গোপালচক বাহার ডাব গ্রামবাসীদের উদ্যোগে শ্রী শ্রী নরসিংহ পূজার আয়োজন করা হয় ।৮ ই অক্টোবর থেকে ১০  নভেম্বর পর্যন্ত এই তিন দিনব্যাপী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ শেষদিনের এলাকার দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র এবং নতুন পোশাক তুলে দেওয়া হয়। এবং নরসিংহ পুজো প্রসাদ সকলের হাতে তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী প্রদীপ বিজলী।

নরসিংহ দেবতা হলেন

 হিন্দুদের জনপ্রিয়তম অন্যান্য দেবতাদের অন্যতম। সাধারণত দুষ্টের দমন ও শিষ্টের পালনের অন্যতম প্রতীক নরসিংহ দেব  ৷ প্রাচীন মহাকাব্য, মূর্তিতত্ত্ব, মন্দির ও উৎসব ইত্যাদির তথ্যপ্রমাণ থেকে জানা যায় এক হাজার বছরেরও বেশি সময় ধরে তার পূজা প্রচলিত রয়েছে।


No comments