খসড়া ভোটার তালিকায় বাড়ল বুথ
কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ নতুন ভোটার তালিকায় নাম সংযোজন, বিয়োজন, স্থানান্তর সহ সংশোধনের কাজ শুরু হল বুধবার।প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, পূর্…
খসড়া ভোটার তালিকায় বাড়ল বুথ
কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ নতুন ভোটার তালিকায় নাম সংযোজন, বিয়োজন, স্থানান্তর সহ সংশোধনের কাজ শুরু হল বুধবার।
প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে মোট ভোটার ৪১ লক্ষ ২ হাজার ৭০৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২১ লক্ষ ১ হাজার ৪২ জন ও মহিলা ভোটার ১৯ লক্ষ ৯৩ হাজার ৬১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৫৪ জন। জেলায় ভোটগ্রহণ কেন্দ্র বা বুথ পুনর্বিন্যাসের পর গত বারের তুলনায় এবার তিনটি বুথ বেড়েছে। গতবার জেলায় মোট
বুথের সংখ্যা ছিল ৪ হাজার ৩৫৮টি। এবার জেলায় মোট বুথের সংখ্যা ৪ হাজার ৩৬১টি। এর মধ্যে তমলুক মহকুমার ১ হাজার ৬৪৩টি, হলদিয়া মহকুমায় ৮০৬টি, কাঁথি মহকুমায় ১ হাজার ৮১টি ও এগরা মহকুমায় ৮৩১টি বুথ রয়েছে। জেলায় নতুন যে তিনটি বুথ বেড়েছে তার মধ্যে তমলুক বিধানসভা এলাকায় একটি, নন্দীগ্রাম বিধানসভায় একটি এবং খেজুরি বিধানসভায় একটি বুথ রয়েছে।
খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ ভোটার তালিকা নিয়ে এ দিন তমলুকে জেলা প্রশাসনিক অফিসে সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শৌভিক জেলা নির্বাচন দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু দাস ও জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মহুয়া মল্লিক
জেলাশাসক জানান, আজ থেকে জেলায় সংক্ষিপ্ত ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। প্রতি বুথে বিএলও (বুথ লেভেল অফিসার) থাকবেন। ৮ ডিসেম্বর পর্যন্ত তাঁরা বুথে থাকবেন এবং ভোটার তালিকায় নাম তোলা, বাদ দেওয়া কিংবা স্থানান্তর, সচিত্র পরিচয়পত্রে সংশোধনের জন্য আবেদন বা আপত্তি জানানোর 'ফর্ম' দেবেন ও জমা নেবেন।” জেলাশাসক জানান, ৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে প্রতি শনিবার ও রবিবার বুথে বুথে বিশেষ অভিযান চালানো হবে। সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএলও থাকবেন। এছাড়া সপ্তাহের বাকিদিনগুলিতে বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত আবেদন জমা নেওয়ার জন্য বিএলও বুথে থাকবেন। এবার ভোটার তালিকার বিশেষত্ব হল, ২০২৩ সালের ১ জানুয়ারি যাদের তোলার সুযোগ পাবেন।
বয়স ন্যূনতম ১৮ বছর হবে, আগামী ৫ জানুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে সেই তালিকায় তাঁদের নাম যুক্ত হবে। কিন্তু যাঁদের বয়স ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে ১৮ বছর হবে তাঁরাও ভোটার তালিকায় নাম তোলার জন্য এখন আবেদন জানাতে পারবেন। তবে তাঁদের নাম জানুয়ারি মাসে ভোটার তালিকায় থাকবে না। এখন তাঁদের আবেদন গ্রহণ করে শুনানি করে রাখা হবে। আগামী এপ্রিল মাসে যে ভোটার তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় তাঁদের নাম থাকবে। আগে প্রতিবছরে একবার ভোটার তালিকা সংশোধনের কাজ হত। এবার প্রতি বছর জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবর মাসে ভোটার তালিকা সংশোধন হবে। এর ফলে নাগরিকরা তিনমাস অন্তর ভোটার তালিকায় নাম
No comments