গঙ্গা উৎসব কমিটির আয়োজনে স্বচ্ছ গঙ্গা সুরক্ষিত গঙ্গা এই কর্মসূচিপূর্ব মেদিনীপুর জেলা গঙ্গা উৎসব কমিটির আয়োজনে স্বচ্ছ গঙ্গা সুরক্ষিত গঙ্গা এই কর্মসূচি বিভিন্ন প্রশাসনিক দপ্তরের উদ্যোগে পালিত হচ্ছে। হলদিয়ার হলদি নদীর তীরে মেরিন …
গঙ্গা উৎসব কমিটির আয়োজনে স্বচ্ছ গঙ্গা সুরক্ষিত গঙ্গা এই কর্মসূচি
পূর্ব মেদিনীপুর জেলা গঙ্গা উৎসব কমিটির আয়োজনে স্বচ্ছ গঙ্গা সুরক্ষিত গঙ্গা এই কর্মসূচি বিভিন্ন প্রশাসনিক দপ্তরের উদ্যোগে পালিত হচ্ছে। হলদিয়ার হলদি নদীর তীরে মেরিন ড্রাইভ এলাকায় কৃষ্ণার্জুন ঘাটে গঙ্গা উৎসব উদযাপন করা হয়।নদী বক্ষে গঙ্গারতির পাশাপাশি নদীতে শতাধিক প্রদীপ প্রজ্জ্বলন করে ভাসানো হয়। তার মুহুর্তে গান ে নিত্তে এবং গঙ্গারতির মধ্য দিয়ে সাধারণ মানুষ আনন্দিত মুখরিত হয়ে ওঠে করে। পূর্ব মেদনীপুর জেলা প্রশাসনের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন হলদিয়া পৌরসভার পৌর আধিকারিক বৃন্দ ছিলেন টাউনশিপ এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ।এ ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বন আধিকারিক অনুপম খাঁ সহ অন্যান্যরা।
No comments