Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

একাধিক চিকিৎসকে শোকজ করলেন জেলা শাসক

একাধিক চিকিৎসকে শোকজ করলেন জেলা শাসকসুপার স্পেশালিটি হাসপাতালের সুপারকে বদলি করেই ক্ষান্ত রইলেন না পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। এবার তিনি একাধিক শো-কজের নির্দেশ দিলেন। পাশাপাশি, জেলা স্বাস্থ্য দফতরের কাছ থেকে চেয়ে পাঠানো হল চিকিৎ…

 




একাধিক চিকিৎসকে শোকজ করলেন জেলা শাসক

সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারকে বদলি করেই ক্ষান্ত রইলেন না পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। এবার তিনি একাধিক শো-কজের নির্দেশ দিলেন। পাশাপাশি, জেলা স্বাস্থ্য দফতরের কাছ থেকে চেয়ে পাঠানো হল চিকিৎসকদের উপস্থিতি, ডিউটি রোস্টার, ছুটি সংক্রান্ত নথি ।নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা নিয়ে রোগীদের অভিযোগের পাহাড় জমছিল। চিকিৎসা পরিষেবার পাশাপাশি, হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন উঠছিল। এমন আবহে গত বৃহস্পতিবার হঠাৎই হাসপাতাল পরিদর্শনে যান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি। হাসপাতাল সূত্রের খবর, পরিদর্শনে জেলাশাসক দেখেন, চত্বর জুড়ে আবর্জনা রয়েছে। গরহাজির ছিলেন বেশ কিছু চিকিৎসক। হাসপাতালের সুপার অদ্বৈত কুমার মুদিকে এসব ব্যাপারে একাধিক প্রশ্ন করলেওসদুত্তর মেলেনি। তাতে জেলাশাসক নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারকে বদলির নির্দেশ দিয়েছিলেন। পরে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের একাধিক চিকিৎসককে শো-কজও করতে বলা হয়। তাঁদের জন্য বরাদ্দ সাপ্তাহিক ডিউটি রোস্টার, কোন চিকিৎসক এই বছরে কত ছুটি নিয়েছেন, কত সময় দিয়েছেন হাসপাতালে, কোন পদ্ধতিতে চিকিৎসকদের ছুটি মঞ্জুর করা হয়েছে ইত্যাদি চেয়ে পাঠিয়েছেন জেলাশাসক। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, “ওই হাসপাতালের পরিষেবার মান সন্তোষজনক নয়। তাই ওই হাসপাতালের চিকিৎসা এবং অন্য পরিষেবা নিয়ে জেলা স্বাস্থ্য দফতরের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছি। কয়েকজন চিকিৎসককে শো-কজ করা হয়েছে।”জেলাশাসক হাসপাতালের সাফাই কর্মীদেরও যাবতীয় তথ্যও চেয়ে পাঠিয়েছেন। যদিও জেলাশাসকের পরিদর্শনের ৪৮ ঘণ্টার মধ্যেই হাসপাতাল চত্বরে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করা হয় হয়েছে বলে হাসপাতাল সূত্রর খবর ।হাসপাতাল এলাকায় ডাস্টবিন রাখতে উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ।

No comments