Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রাম বাংলার অজানা তথ্য প্রকাশিত হলো কলকাতায়

গ্রাম বাংলার অজানা তথ্য প্রকাশিত হলো কলকাতায়অবিভক্ত মেদিনীপুর জেলার গ্রাম বাংলার বহু ঐতিহাসিক তথ্য প্রকাশিত হল রাজ্যের রাজধানীতে। হলদিয়া থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা তিতীর্ষু 'র বিশেষ সংখ্যা  'অখণ্ড মেদিনীপুরের পুরাকীর…

 


গ্রাম বাংলার অজানা তথ্য প্রকাশিত হলো কলকাতায়

অবিভক্ত মেদিনীপুর জেলার গ্রাম বাংলার বহু ঐতিহাসিক তথ্য প্রকাশিত হল রাজ্যের রাজধানীতে। হলদিয়া থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা তিতীর্ষু 'র বিশেষ সংখ্যা  'অখণ্ড মেদিনীপুরের পুরাকীর্তি ' নিউইয়র্ক - ভারত থেকে একযোগে প্রকাশিত হল দ্বিভাষিক পত্রিকা  'শব্দগুচ্ছ'। প্রকাশ করলেন কবি - সম্পাদক হাসানআল আব্দুল্লাহ(নিউইয়র্ক) ড.দীপককুমার বড়পণ্ডা(প্রাবন্ধিক, গবেষক) উপস্থিত ছিলেন কবি রামকিশোর ভট্টাচার্য, ড.কমলকুমার কুণ্ড,অধ্যাপক সুশীলকুমার বর্মন ,বরুণ চক্রবর্তী (কবি,লালন গবেষক),  কবি সন্তোষকুমার মাজি,কবি আরিফ ইকবাল খান প্রমুখ।

কবিতা পাঠ  এবং আলোচনাতে অংশ নেন পঞ্চাশ জন কবি লেখক। কলকাতার ত্রিপুরা হিতসাধিনী সভাগৃহে বাংলার দূর দুরান্ত   থেকে কবিরা আসেন।পুরাকীর্তি সংখ্যায় ২৬ গবেষকদের  অনালোচিত লেখা সমৃদ্ধ এই বিশেষ সংখ্যা। পুরাকীর্তি বিশেষজ্ঞগন পত্রিকার সম্পাদক কে এই কাজের জন্য   প্রশংসা, অভিনন্দন জানান।শব্দগুচ্ছ 'র সম্পাদক কবি হাসানআল আব্দুল্লাহ ' বাংলা ভাষার বিশ্বায়ন নিয়ে দীর্ঘ আলোচনা করেন।অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শিক্ষক তপনকুমার দাস।কবিতা পাঠ করেন কবি রামকিশোর ভট্টাচার্য, হরিৎ বন্দ্যোপাধ্যায়, অশোক দে,সোমনাথ রায়,গায়ত্রী বোস,সন্তু জানা,দীনেশ কর,আবু রাইহান,প্রমিশপ্রতিম পাঁজা প্রমুখ। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিরুণ চক্রবর্তী ও আবুরাই হান।

No comments