Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অবৈধ বাজি বিক্রির ঘটনায় গ্রেপ্তার দুই, উদ্ধার বাজি

অবৈধ বাজি বিক্রির ঘটনায় গ্রেপ্তার দুই, উদ্ধার বাজিমঙ্গলবার পাঁশকুড়ায় বাজি তৈরি করার সময় বিস্ফোরণে দুজনের মৃত্যু হয় আহত হয় বেশ কয়েকজন। তার পর থেকে পুলিশ নড়েচড়ে বসে। জেলার বিভিন্ন থানার পুলিশ অবৈধ ভাবে বাজি তৈরি ও বিক্রির জায়গায় তল…

 



অবৈধ বাজি বিক্রির ঘটনায় গ্রেপ্তার দুই, উদ্ধার বাজি

মঙ্গলবার পাঁশকুড়ায় বাজি তৈরি করার সময় বিস্ফোরণে দুজনের মৃত্যু হয় আহত হয় বেশ কয়েকজন। তার পর থেকে পুলিশ নড়েচড়ে বসে। জেলার বিভিন্ন থানার পুলিশ অবৈধ ভাবে বাজি তৈরি ও বিক্রির জায়গায় তল্লাশি শুরু করে।

পূর্ব মেদিনীপুরের সবচেয়ে বড় বাজি মার্কেট  মহিষাদলের চিঙ্গুরমারী। বেআইনিভাবে বাজি বিক্রি হয় এখানে। প্রতিবছর বেআইনিভাবে লক্ষ লক্ষ টাকার বাজি বিক্রি হয় এই এলাকায়। গতকাল পাঁশকুড়ায় ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। বাজি বিস্ফোরণ মৃত দুই জখম বহু,তারপরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বেআইনি ভাবে বাজি বিক্রির অপরাধে মহিষাদল থানার পুলিশ গ্রেফতার করেছে দুজনকে।এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামীদিনেও একইভাবে তল্লাসি চলবে।দেওয়ালী আগে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে তার জন্য তৎপর পুলিশ।।

No comments