কোটি টাকার অনিয়মে গ্রেপ্তার হতে পারে হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার আদক ইঙ্গিত পুলিশের
কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে । উদ্ধার হয়েছে ১৫০০ ফাইল । এক অভিযোগের সূত্রে বহু টেণ্ডারের অনিয়ম ধরা পড়েছে । হলদিয়া পুরসভার প…
কোটি টাকার অনিয়মে গ্রেপ্তার হতে পারে হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার আদক ইঙ্গিত পুলিশের
কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে । উদ্ধার হয়েছে ১৫০০ ফাইল । এক অভিযোগের সূত্রে বহু টেণ্ডারের অনিয়ম ধরা পড়েছে । হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার আদকের বিরুদ্ধে তদন্তের বিষয়ে শনিবার ৮ ই অক্টোবর পুরসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথা জানিয়েছেন হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে । প্রাক্তন পুর-প্রধানের সাড়ে তিন বছরের সময়কালে টেণ্ডার সংক্রান্ত এমন বহু বেআইনি কার্যকলাপ হয়েছে । তদন্ত চলবে আরও কয়েক দিন ।
হলদিয়ার এক ঠিকাদার সংস্থার মালিক অরুণাংশু মুখোপাধ্যায় চলতি বছরের ২৯ সেপ্টেম্বর স্থানীয় ভবানীপুর থানায় শ্যামল আদকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ,হলদিয়ার ২৫ নম্বর ওয়ার্ডে হাতিবেড়িয়া মৌজায় বিটুমিন রাস্তা তৈরীর ক্ষেত্রে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি হলদিয়া পুরসভায় টেণ্ডার হয় । তাতে তাঁর নির্মাণ সংস্থার নামে জাল সই,কাগজপত্রের ভিত্তিতে টেণ্ডার করা হয়েছে । সেই প্রকল্পে বরাদ্দ টাকা কাজে ব্যবহৃত হয়নি । প্রাক্তন পুর-প্রধান নিজের স্বার্থে সেই টাকা নিয়েছে বলে অভিযোগ রয়েছে । মামলার তদন্তে নেমে কেঁচো খুঁড়তে কেউটে পাওয়ার অবস্থা । এসডিপিও'র বক্তব্যে তেমনটাই উঠে এসেছে । তিনি বলেন," এক টেণ্ডার সংক্রান্ত মামলায় তদন্তের সূত্রে বহু টেণ্ডারের অনিয়ম পাওয়া গিয়েছে । প্রাক্তন পুর-প্রধান শ্যামল কুমার আদকের বিরুদ্ধে অরুণাংশু মুখোপাধ্যায় টেণ্ডার দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে । তদন্তে জানা গিয়েছে,বিভিন্ন পদ্ধতিতে শ্যামল কুমার আদক সুবিধা নিয়েছেন । তিনি তাঁর পরিবারকে সুবিধা পাইয়ে দিয়েছেন ।" ভারতীয় দণ্ডবিধির ৭ টি ধারা মামলায় যুক্ত হয়েছে । সরকারি কাজে জাল নথি পরিবেশন,অসৎ উপায়ে সরকারি টাকা নয়ছয়,সরকারি সম্পত্তির অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগ রয়েছে । আরও অভিযোগ,২০২০ সালে আমফান বিধ্বস্ত পরিস্থিতিতে হিসেব বহির্ভূত সরকারি টাকা খরচ হয়েছে তাঁর সময় । এদিন সন্ধ্যায় হলদিয়ার অতিরিক্ত জেলাশাসক শ্রদ্ধা পাণ্ডে সাংবাদিকের জানান,"নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টেণ্ডার দুর্নীতির তদন্ত চলছে । বড় ঘটনা ।" তবে ঘটনা যে যথেষ্ট বড় সেকথা এসডিপিও বার বার জানিয়েছেন । শুক্রবারের পর শনিবার কড়া পুলিশি প্রহরায় নথি সংগ্রহের কাজ চলে দুপুর থেকে রাত পযর্ন্ত । রবিবারও সোমবার সেই কাজ চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । শ্যামল আদক পশ্চিম বঙ্গ ছেড়ে ভিন রাজ্যে রয়েছেন । দিল্লিতে তাঁর গতিবিধি লক্ষ্য করা গিয়েছে । উত্তর প্রদেশে তাঁর ব্যবসার কাজ চলছে । কাঁথির এক প্রভাবশালী নেতার সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলেছেন বলে সূত্রের দাবি । পুলিশের এক আধিকারিক জানান," সমস্ত জায়গায় আমাদের নজর আছে । সোজা পথে ধরা না দিলে আমরা আদালতের দ্বারস্থ হব ।"খুব শীঘ্রই গ্রেপ্তার হতে চলেছে হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক।
No comments