Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাশরুম চাষের অভিনব উদ্যোগ গ্রহণ করে মুর্শিদাবাদ জেলায় সারা ফেলে দিল আছড়া প্রাথমিক বিদ্যালয়

মাশরুম চাষের অভিনব উদ্যোগ গ্রহণ করে মুর্শিদাবাদ জেলায় সারা ফেলে দিল আছড়া  প্রাথমিক বিদ্যালয় 
তুষার কান্তি খাঁ , নবগ্রাম,২৭শে অক্টোবর  :মাশরুম চাষের এক অভিনব উদ্যোগ গ্রহণ করে মুর্শিদাবাদ জেলায় সাড়া ফেলে দিল আছড়া প্রাথমিক বিদ্যা…

 




মাশরুম চাষের অভিনব উদ্যোগ গ্রহণ করে মুর্শিদাবাদ জেলায় সারা ফেলে দিল আছড়া  প্রাথমিক বিদ্যালয় 


তুষার কান্তি খাঁ , নবগ্রাম,২৭শে অক্টোবর  :মাশরুম চাষের এক অভিনব উদ্যোগ গ্রহণ করে মুর্শিদাবাদ জেলায় সাড়া ফেলে দিল আছড়া প্রাথমিক বিদ্যালয়।আছড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরে শুরু হয়েছে এই মাশরুম চাষ।চাষে অর্থনৈতিকভাবে সাহায্য করেছে ঋষ্টি নামে সাংবাদিকদের একটি সংগঠন ও প্রযুক্তিগত ভাবে সাহায্য করেছে মুর্শিদাবাদ জেলা বিজ্ঞান মঞ্চ।গত ২৪সে সেপ্টেম্বর এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পের উদ্বোধন করেন   ডিপিও অনন্যা ঘোষ।এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি তপন সামন্ত, ডক্টর জাভেদ ইকবাল প্রমুখ।এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলা সহ এলাকার দুস্থ মহিলারাও।বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্পক পাল জানিয়েছেন, পুষ্টিকর এই খাদ্য খেয়ে   উপকৃত হবে বিদ্যালয় এর ছাত্র ছাত্রীরা।এই ফসল উৎপন্ন করতে লাগে মাত্র ২৪ দিন। শুধু এলাকার ছাত্রছাত্রী রাই নয় এর সঙ্গে যুক্ত মহিলারাও আর্থিকভাবে উপকৃত হবে ।বিদ্যালয়ের এহেন প্রয়াসে স্বভাবতই খুশি এলাকার মানুষজন।

No comments