Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফিফার টিম এলো হলদিয়াতে

ফিফার টিম এলো হলদিয়াতে হলদিয়ার টাউনশিপে টাউন অ্যাথলেটিক ক্লাবের  পুজোর মণ্ডপ নিয়ে বিশ্বকাপ ফুটবলের প্রমোশানাল ভিডিও তৈরি করল ফিফা। কাতার বিশ্বকাপের ম্যাচ ফুটবল ‘আল রিহলা’র আদলে তৈরি হয়েছে এদের পুজো মণ্ডপ। পুজোর থিম কাতার বিশ…

 



ফিফার টিম এলো হলদিয়াতে

 হলদিয়ার টাউনশিপে টাউন অ্যাথলেটিক ক্লাবের  পুজোর মণ্ডপ নিয়ে বিশ্বকাপ ফুটবলের প্রমোশানাল ভিডিও তৈরি করল ফিফা। কাতার বিশ্বকাপের ম্যাচ ফুটবল ‘আল রিহলা’র আদলে তৈরি হয়েছে এদের পুজো মণ্ডপ। পুজোর থিম কাতার বিশ্বকাপ। শুধু আস্ত ফুটবলের আদলে মণ্ডপ নয়, মণ্ডপ জুড়ে রয়েছে প্রতিটি বিশ্বকাপ ফুটবলের নায়কদের ছবি। বিশ্বকাপজয়ী দলের ক্যাপ্টেনদের ছবিতে সাজানো হয়েছে মণ্ডপ। সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপের ফুটবলের আদলে মণ্ডপ নজরে আসে এদেশের ফিফার কর্মকর্তাদের। ক্লাবের কর্মকর্তা  বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার পর ফিফার এক কর্তাব্যাক্তি প্রাক্তন ফুটবলার ও সংগঠক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। তারপর ফিফার লোকজন নবমীর দিন হলদিয়া আসেন আমাদের ক্লাবের পুজো দেখতে। হলদিয়ার বিশ্বকাপ ফুটবলের মণ্ডপ দেখে দারণ খুশি ফিফার দল। এধরনের মণ্ডপ সারা রাজ্যে কোথাও হয়নি বলে জানিয়েছেন ফিফার লোকজনই।

ক্লাব কর্তা সুজিত সাহু জানান, ফিফা কাতার বিশ্বকাপের জন্য ভারত সহ বিভিন্ন দেশে নানা ধরনের প্রমোশানাল ভিডিও তৈরি করছেন। হলদিয়া এসে ক্লাবের মণ্ডপ নিয়ে ফিফার টিম তিন ঘণ্টা সুটিং করেছেন। টাউন ক্লাবের নিজস্ব একটি ফুটবল কোচিং ক্যাম্প রয়েছে। তিন দশক ধরে ফুটবল চর্চা হচ্ছে। খুদে ও তরুণ ফুটবলারদের বিভিন্ন দেশের জার্সি পরিয়ে মণ্ডপের সামনেই ফিফার লোকজন সুটিং করেন। এই প্রমোশানাল ভিডিও বিশ্বকাপে প্রতিযোগিতায় পাঠাবে ফিফা। ক্লাব কর্তৃপক্ষের কাছে এটা পুজোর উপহার। 

No comments