Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চুরির ঘটনায় ৬০ লক্ষাধিক লুট করেছে দুষ্কৃতীরা

চুরির ঘটনায় ৬০ লক্ষাধিক লুট করেছে দুষ্কৃতীরাহলদিয়ায় চুরি ছিনতাই বেড়েছে। সুতাহাটার আমলাটে হলদিয়া মহকুমা হাসপাতালের কর্মী গদাধর মহাপাত্রের বাড়ি থেকে ১৫লক্ষাধিক টাকা সোনার গয়না দুষ্কৃতীরা লুট করেছে বলে অভিযোগ। পুজোর আমন্ত্রণে…

 

 


চুরির ঘটনায় ৬০ লক্ষাধিক লুট করেছে দুষ্কৃতীরা

হলদিয়ায় চুরি ছিনতাই বেড়েছে। সুতাহাটার আমলাটে হলদিয়া মহকুমা হাসপাতালের কর্মী গদাধর মহাপাত্রের বাড়ি থেকে ১৫লক্ষাধিক টাকা সোনার গয়না দুষ্কৃতীরা লুট করেছে বলে অভিযোগ। পুজোর আমন্ত্রণে নবমীর দিন গদাধরবাবু দুই মেয়ে, জামাই ও স্ত্রীকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় গিয়েছিলেন। সন্ধে ৭টা নাগাদ বাড়ি ফিরে দেখেন বন্ধ বাড়ির তালা ভেঙে আলমারি লুট করে সর্বস্ব নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।পুজোর সময়ে হলদিয়া ও দুষ্কৃতীরা বাড়িগুলি থেকে ৬০লক্ষ টাকার বেশি সোনা ও রূপোর গয়না এবং নগদ টাকা লুট করেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, 

সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করার পর বৃহস্পতিবার সুতাহাটার আমলাটের দুটি চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। আমলাট শিবমন্দিরের কাছেই মূল সড়কের উপর পাশাপাশি দুটি বাড়ি। গদাধরবাবুর বাড়ির অদূরেই পুজো মণ্ডপে সেদিন সবাই নবমীর ভোগে ব্যস্ত ছিলেন। মাইক চলছিল জোরে। সেই সুযোগ কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। ওইবাড়িতে ভোগপ্রসাদ দিতে এসে দিনদুপুরে বাড়ির সব ঘরে আলো জ্বলতে দেখেছিলেন প্রতিবেশীরা। তখন কেউ সন্দেহ করেনি। সন্ধেয় বাড়ি ফিরে সমস্ত দরজার তালা ভাঙা দেখে গদাধরবাবুর মূর্চ্ছা যাওয়ার অবস্থা। তিনি বলেন, ছোট মেয়ের বিয়ের জন্য গয়না কেনা ছিল। নতুন বিয়ের পর বড় মেয়ে পুজোয় এসেছিল সমস্ত গয়না পরে। সব চুরি করে আমাকে নিঃস্ব করে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজার ঠেক বসছে। সেখানে দুষ্কৃতীদের আখড়া। পুলিসকে বার বার জানিয়েও লাভ হয়নি। হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে বলেন, হলদিয়ার থানাগুলিকে গত ১০দিনের ক্রাইম রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

No comments