Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীর্ঘদিন ভগ্ন অবস্থায় রয়েছে ! অমৃত বেড়িয়া গ্রামের গুরুত্বপূর্ণ শাখা ডাকঘরটি

দীর্ঘদিন ভগ্ন অবস্থায় রয়েছে ! অমৃত বেড়িয়া গ্রামের গুরুত্বপূর্ণ শাখা ডাকঘরটি
 অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অফিসের একেবারেই পাশে অবস্থিত " অমৃতবেড়িয়া শাখা ডাকঘরটি"(Amrit Beria Branch  Post Office) দীর্ঘদিন ধরে ভগ্ন…

 


দীর্ঘদিন ভগ্ন অবস্থায় রয়েছে ! অমৃত বেড়িয়া গ্রামের গুরুত্বপূর্ণ শাখা ডাকঘরটি


 অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অফিসের একেবারেই পাশে অবস্থিত " অমৃতবেড়িয়া শাখা ডাকঘরটি"(Amrit Beria Branch  Post Office) দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় রয়েছে। আজও পর্যন্ত ডাকঘরটির সারানোর কোন সুরাহা হয় না বলে জানিয়েছেন শাখা পোস্টমাস্টার সুপ্রভাত মন্ডল। তিনি আর ও জানান ,তাদের পোস্টাল দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু তার কোন উত্তর এখনও পর্যন্ত মেলে না। প্রত্যন্ত গ্রামের মধ্যে এই শাখা ডাকঘরটি অবস্থিত। গ্রামের মানুষজন যাহাতে সুষ্ঠু ভাবে ডাক পরিষেবা পায়। তার জন্য স্বেচ্ছায় ডাকঘরটি নির্মাণ করার জায়গাটি অমৃতবেড়িয়া গ্রামের বিশিষ্ট শিক্ষক ব্যোমকেশ চন্দ্র দাস দান করেছিলেন। ডাকঘরটিতে  ৫০০-র সেভিংস পাসবই রয়েছে। আর্থিক লেনদেনও খুবই ভালো বলে জানান পোস্টমাস্টার। গত সাইক্লোনে  ডাকঘরটির উপর গাছের একটি ডাল ভেঙে পড়ে। সেই থেকে ঘরটি ভগ্ন অবস্থায় রয়েছে। বর্তমানে চিঠিপত্রাদি এবং উপভোক্তাদের আর্থিক লেনদেন অমৃতবেড়িয়া গোপালগঞ্জ বাজারের গঙ্গা মন্দিরের পাশের একটি রুমে অফিসের কাজকর্ম চলছে।

No comments