বাংলার বুকে বিপ্লবের আগুন জ্বালিয়েছিলেন মাতঙ্গিনী ! আজ তাঁর শুভ জন্মদিন
ভারতবর্ষ মনীষীদের দেশ। ভারতমাতার কোলে জন্ম নিয়েছেন বহু মহীয়সী নরনারী । তাঁদের মধ্যে অন্যতম বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান…
বাংলার বুকে বিপ্লবের আগুন জ্বালিয়েছিলেন মাতঙ্গিনী ! আজ তাঁর শুভ জন্মদিন
ভারতবর্ষ মনীষীদের দেশ। ভারতমাতার কোলে জন্ম নিয়েছেন বহু মহীয়সী নরনারী । তাঁদের মধ্যে অন্যতম বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য। সব সময় তিনি অপরকে সাহায্য করার সুযোগ পেলেই এগিয়ে যেতেন। ভালোবেসে সকলে তাঁকে বলতেন 'গান্ধীবুড়ি ' । মাতঙ্গিনী হাজরা মাত্র ১৮ বছর বয়সে নিঃসন্তান অবস্থায় বিধবা হওয়ার পর জীবন সংগ্রামের সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা আন্দোলনে। ১৯০৫ সালে ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি প্রত্যক্ষভাবে যোগ দেন। ১৮৭০ সালে ১৯ অক্টোবর মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেছিলেন মেদিনীপুরের তমলুক থেকে অদূরে হোগলা নামে একটি ছোট্ট গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে তাঁর জন্ম হয়। দারিদ্র্যের কারণে বাল্যকালে প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিলেন মাতঙ্গিনী। অতি অল্প বয়সে তাঁর বিয়ে হয়ে গিয়েছিল। মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী । ১৯৪২ খ্রিস্টাব্দের ২৯ সেপ্টেম্বর তদনীন্তন মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে তিনি শহীদ হয়েছিলেন।
No comments