Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নারিদের সম্মান রোক্ষার্থে গন ভাইফোঁটা ও প্রকৃতি সবুজায়নের লক্ষে চারাগাছ বিতরণ

সমাজে নারিদের সম্মান রোক্ষার্থে গন ভাইফোঁটা ও প্রকৃতি সবুজায়নের লক্ষে চারাগাছ বিতরণের আয়োজন করলো পঁচেট জুয়েল স্টার ক্লাব।
ভাইফোঁটা হিন্দুদের একটি চিরন্তন সম্প্রীতির উৎসব। এই উৎসবের নাম 'ভ্রাতৃদ্বিতীয়া'। ভাই-বোনের ভালবাসার…

 
সমাজে নারিদের সম্মান রোক্ষার্থে গন ভাইফোঁটা ও প্রকৃতি সবুজায়নের লক্ষে চারাগাছ বিতরণের আয়োজন করলো পঁচেট জুয়েল স্টার ক্লাব।


ভাইফোঁটা হিন্দুদের একটি চিরন্তন সম্প্রীতির উৎসব। এই উৎসবের নাম 'ভ্রাতৃদ্বিতীয়া'। 

ভাই-বোনের ভালবাসার বন্ধন অনন্তকাল অটুট রাখার জন্য বংশপরম্পরায় এই বিশেষ উৎসব পালিত হয়। ভাই-বোনের নিঃস্বার্থ ও স্বর্গীয় ভালবাসার প্রতীক এই ভাইফোঁটা আমাদের মনে শান্তি, সৌভাতৃত্ববোধ এবং ঐক্যের এক চমকপ্রদ আবেশ সৃষ্টি করে। তাই  সমাজের মহিলাদের সম্মান রক্ষার্থে ও বোনেদের ভালোবাসার বন্ধনকে আটুট রাখতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পঁচেট জুয়েল স্টার ক্লাবের উদ্যোগে, ভাই ফোঁটা উৎসব।এদিন ক্লাবের সদস্যরা ভ্রাতৃদ্বিতিয়া উপলক্ষেফোঁটা পড়িয়ে দিলেন পথচারীদের। এছাড়াও ভাই ফোঁটা পড়ানোর সাথে সাথে  প্রকৃতির সবুজ আয়নের লক্ষে এদিন ডাব গাছের চারা তুলে দেওয়া হয় ও লাড্ডুও খাওয়ানো হয়। এই গন ভাই ফোঁটা আয়োজন করার কারন।যে ভাবে সমাজে নারীদের শীলতাহানি নির্জাতন এবং ধরষিতা হচ্ছে রুখতে সমাজের সমস্ত স্তরের মানুষকে ভাতৃত্বের বন্ধনে বাঁধতে এই আযোজন এক হাজার মানুকে আমরা ভাই ফোঁটা দিয়েছি এই ক্লাবের মহিলা সদস্যারা,এবং আমরা 500 জন মহিলার কাজ থেকে ফোঁটা নিয়েছি।এদিন ভাইফোঁটার সাথে সাথে প্রকৃতি রোক্ষার বাত্রা নিয়ে প্রকৃতি সবুজ আয়নের লক্ষে  প্রায় 1000 মানুষের হাতে ডাব গাছের চারা তুলে দেওয়া হয়। আগামী দিনের চিন্তা ভাবনা রয়েছে এই ভাই ফোঁটাকে কেন্দ্র,সমস্ত পথ চলতী মানুকে হেলমেট এবং চারা গাছ তুলে দেওয়ার ব্যাবস্থ নেওয়া হবে,এমনটাই বলেন এই ক্লাবের সম্পাদক সৈকত মাইতি। সদস‍্যা বানি দাস, সংগীতা দস,এছাড়া এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রদীপ মাইতি, সাংস্কৃতি সম্পাদক শোভান দাস, চন্দন রাউৎ,বিশ্বজিত পাত্র,নন্দন রাউৎ,সুদীপ রাউৎ,রাজু দাস,রাম

No comments