Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাছ শিকারিদের নিয়ে সভা নন্দীগ্রামের কাঁটাখালি চরে

মাছ শিকারিদের নিয়ে সভা নন্দীগ্রামের কাঁটাখালি চরে


নন্দীগ্রাম ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ( ইন্ডিয়ান কোষ্ট গার্ড ) , হলদিয়ার কে সাথে নিয়ে হুগলী ও হলদী নদী তীরবর্তী এলাকার মৎস্যজীবীদের নিয়ে  ছোট ছোট সভা অনু…

 




মাছ শিকারিদের নিয়ে সভা নন্দীগ্রামের কাঁটাখালি চরে


 



নন্দীগ্রাম ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ( ইন্ডিয়ান কোষ্ট গার্ড ) , হলদিয়ার কে সাথে নিয়ে হুগলী ও হলদী নদী তীরবর্তী এলাকার মৎস্যজীবীদের নিয়ে  ছোট ছোট সভা অনুষ্ঠটিত করা হচ্ছে। ১৮শে অক্টোবর বিকেলে সাউদখালি ঘাটে এমনি এক সভা অনুষ্টিত হয়। নৌককে বসে আলোচনা হয়।


নৌকা নিয়ে মাছ ধরতে গেলে কি কি সতর্কতা নিতে হবে যেমন জানানো হচ্ছে তেমনি মৎস্য দপ্তরের প্রকল্প সমূহের বিষয়ে জানানো হচ্ছে।  তার সাথে আসন্য দুয়ারে সরকার ক্যাম্প –এ মৎস্যজীবী নাম নথীভুক্ত করণে মৎস্যজীবীদের ফর্ম দেওয়া হচ্ছে যাতে সুষ্ঠু ভাবে সকল মৎস্যজীবী মৎস্যচাষি মাছ ব্যাবসায়ীদের নাম নিবিন্ধীকরন করার বিষয় জানানো হয়।


সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু , হলদিয়া স্থিত  ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর আধিকারিক আমিনুল ইসলাম প্রমুখ।


নন্দীগ্রাম ব্লকের মৎস্য আধিকারিক জানান, নন্দীগ্রাম এলাকার মৎস্য সংক্রান্ত কর্ম পেশায় যুক্ত সকল মানুষদের সাথে দপ্তর প্রতিনিয়ত যোগাযোগ রেখে সার্বিক উন্নয়ন করছে।

No comments