Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুষ্কৃতীরা শ্রমিকের সর্বস্ব লুট

শ্রমিকের সর্বস্ব লুট
পূর্ব মেদিনীপুর জেলা  হলদিয়া ভবানীপুর থানা এলাকায় গতরাতে এক শ্রমিক কাজ করে বাড়ি ফিরছিল। হলদিয়া পৌরসভার সামনে এক মোটরসাইকেল দুজনে এসে তাকে লাথি মেরে ফেলে দেয় সাইকেল থেকে পড়ে যায় শ্রমিক  । তার মোবাইল এবং …

 






শ্রমিকের সর্বস্ব লুট


পূর্ব মেদিনীপুর জেলা  হলদিয়া ভবানীপুর থানা এলাকায় গতরাতে এক শ্রমিক কাজ করে বাড়ি ফিরছিল। হলদিয়া পৌরসভার সামনে এক মোটরসাইকেল দুজনে এসে তাকে লাথি মেরে ফেলে দেয় সাইকেল থেকে পড়ে যায় শ্রমিক  । তার মোবাইল এবং মানি পার্স সহ সমস্ত কিছু ছিনিয়ে নেয়। ছুরি দেখিয়ে ভয় দেখায় চড় ঘুষি লাথি মারে। তিনি অভিযোগ দায় করলেন ভবানীপুর থানায়। গত দুর্গা পুজার পর থেকে হলদিয়া মহকুমার এলাকায় চুরি ছিনতাই ডাকাতি অনেক বেড়েছে। দিবালোকে চুরি হয়েছে প্রত্যন্ত গ্রামের ভিতরে আমলাটে। বিজয়া দশমীর সন্ধ্যায়  কিসমত শিবরাম নগরে। কারখানার সামনে থেকে চুরি জিনিসপত্র সেতো লেগেই রয়েছে সব সময়। এবার শ্রমিকরা নিরাপদে বাড়ী ফিরতে পারবে কিনা সে নিয়ে প্রশ্ন উঠলো। হলদিয়া এলাকার মানুষ কতটা নিরাপদে রয়েছেন। শ্রমিকের নাম দেবপ্রসাদ সামন্ত বাড়ি বাড়ঘাসীপুরে। হলদিয়া সেবা লজিস্টিক আন্ডারে কাজ করেন হলদিয়া পোর্টে  ভিতর তিনি বাড়ি ফিরছিলেন রাত ১২ঃ১৫ নাগাদ । তার কাছে ৭000 টাকা এবং দামি মোবাইল সেট ছিল। ছিঁনিয়ে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করলেন ভবানীপুর থানায়। তিনি জানান তিনি এখন অসুস্থ আছেন ।স্বাস্থ্য কেন্দ্রে তিনি চিকিৎসা করেছেন এই ঘটনার পর শ্রমিকদের নিরাপদ নিয়ে প্রশ্ন উঠলো। ঘটনাটি ঘটেছে হলদিয়া পৌরসভা এবং উৎসব ভবনের মাঝামাঝি জায়গায় যেখানে প্রশাসনিক ভবন রয়েছে সিসি ক্যামেরায় মোড়া সিকিউরিটি গার্ড রয়েছে। চিৎকার করেও কেউ বেরিয়ে আসেনি বাঁচানোর জন্য। এই ঘটনার পর শ্রমিকদের মধ্যে সকলেই ভয়ে সন্ত্রস্ত হয়ে রয়েছে।

No comments