Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিক্ষিত বেকার যুবক যুবতীদের কথা ভেবেই এবার এগিয়ে এলো তাজ কনস্ট্রাকশন

শিক্ষিত বেকার যুবক যুবতীদের কথা ভেবেই এবার এগিয়ে এলো তাজ কনস্ট্রাকশনলক্ষ্য কর্মসংস্থান, এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের কথা ভেবেই এবার এগিয়ে এলো তাজ কনস্ট্রাকশন। পূর্ব মেদিনীপুরের এগরার মুকুটে নতুন পালক গড়লো। সেই তাজ কনস্ট্…

 



শিক্ষিত বেকার যুবক যুবতীদের কথা ভেবেই এবার এগিয়ে এলো তাজ কনস্ট্রাকশন

লক্ষ্য কর্মসংস্থান, এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের কথা ভেবেই এবার এগিয়ে এলো তাজ কনস্ট্রাকশন। পূর্ব মেদিনীপুরের এগরার মুকুটে নতুন পালক গড়লো। সেই তাজ কনস্ট্রাকশন।এবার খুদ এগরা শহরে স্থানীয় এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে তাজ কনস্ট্রাকশনের পথ চলা শুরু হল। এদিন এগরা কলেজ মড়ে তাজ কনস্ট্রাকশনের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, এগ্রার পুরো প্রধান স্বপন কুমার নায়ক, জেড়থান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিহারী সাউ, বিশিষ্ট সমাজসেবী উদয় শংকর পাল, কাউন্সিলর জয়ন্ত সাউ, সমাজ কর্মী অশোক দাস ও লিয়াকত মল্লিক প্রমূখ। সংস্থার কর্ণধার সেক মুক্তাজল বলেন, কর্মসংস্থানের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে আরও অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে। এলাকার আমজনতা তাজ কনস্ট্রাকশনের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

No comments