চৈতন্যপুর নিউ ষ্টার ক্লাবের ১১ তম বর্ষে এবারের থিম ভাবনা "মুক্তির আলোয়"
ক্লাব সম্পাদক গৌতম হাজরা ও সভাপতি মিলন কুমার পাএ জানান,"প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে খাঁচা থেকে পাখিকে মুক্তি দেওয়ার বার্তা দিতে এমন ভাবনা…
চৈতন্যপুর নিউ ষ্টার ক্লাবের ১১ তম বর্ষে এবারের থিম ভাবনা "মুক্তির আলোয়"
ক্লাব সম্পাদক গৌতম হাজরা ও সভাপতি মিলন কুমার পাএ জানান,"প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে খাঁচা থেকে পাখিকে মুক্তি দেওয়ার বার্তা দিতে এমন ভাবনা বেছে নেওয়া হচ্ছে।
মণ্ডপের মূল আকর্ষণ বিশাল মহীরুহ বট গাছ।যেখানে পাখিদের থাকার জন্য ছোট ছোট বাসা তৈরি করা হচ্ছে।মানুষ পাখিকে উন্মুক্ত করছে,পরিবেশ কর্মীরা পাখি হত্যা রুখতে প্রচার করছে এমন বেশ কয়েকটি দৃশ্য মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হবে।
৫০ ফুট উঁচু মণ্ডপে থাকছে ময়ূর সহ একাধিক পাখি।প্রায় ৭০ ফুট লম্বা এবং ৫০ ফুট চওড়া মণ্ডপ জুড়ে থাকছে পাখি সংরক্ষণের বার্তা।সাবেকি প্রতিমা তৈরি করছেন মহিষাদলের ইচ্ছাপুরের প্রবীণ মৃৎশিল্পী কালীপদ জানা ও সুভাষ জানা।পুজো কমিটির সম্পাদক অনুপ কুমার হাজরা ও সভাপতি স্বপন নস্কর বলেন,"পুজোয় স্থানীয় স্কুল পড়ুয়াদের প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া হবে।নাচ,গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রত্যেকদিন সন্ধ্যায়।নবমীতে মায়ের ভোগ বিতরণ করা হবে,পুজোর বাজেট ২১ লক্ষ টাকা।"
No comments