বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা ২০২২
দীর্ঘ ২ বছর ধরে কভিড অতিমারীর ভয়াল গ্রাসে গোটা নীলগ্রহ বিপর্যস্ত, আবার স্কুলগুলিও বন্ধ থাকায় ফলে আমরা পৌঁছতে পারিনি আমাদের ছোট্ট বন্ধুদের কাছে।
আয়োজন করতে পারিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,…
বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা ২০২২
দীর্ঘ ২ বছর ধরে কভিড অতিমারীর ভয়াল গ্রাসে গোটা নীলগ্রহ বিপর্যস্ত, আবার স্কুলগুলিও বন্ধ থাকায় ফলে আমরা পৌঁছতে পারিনি আমাদের ছোট্ট বন্ধুদের কাছে।
আয়োজন করতে পারিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,পূর্ব মেদিনীপুর জেলার "বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা"। আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা যে উন্মুখ হয়ে ছিল, এই অভিক্ষার জন্য তা আমরা বুঝতে পারলাম যখন দেখলাম ভীষণ উৎসাহ,উদ্দীপনা সহকারে তারা আমাদের এই কর্মসূচি সার্থক করে তোলার প্রয়াস গ্রহণ করলো প্রচুর নাম নথিভুক্ত করে। পূর্ব মেদিনীপুর জেলার ১৮৩ টি পরীক্ষাকেন্দ্রের আজ অভিক্ষার্থীর সংখ্যা গত ২০১৯ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ৬০৬ টি স্কুলের ৪৫৩৬৯ জন ছাত্র ছাত্রী এই অভীক্ষায় অংশগ্রহণ করেছেন। সব মিলিয়ে ছাত্র শিক্ষক অভিভাবক ও বিজ্ঞানকর্মীসহ লক্ষাধিক মানুষ আজ অভীক্ষার সঙ্গে যুক্ত হয়ে সুষ্ঠুভাবে অভিক্ষা পরিচালনায় সাহায্য করেছেন । জানালেন পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জেলা রাজ্য নেত্রী সুচিস্মিতা মিশ্র।
No comments