পথবাতি দুর্নীতি কান্ডে সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ যুবককে গ্রেফতার করল পুলিশ*পথবাতি কাণ্ডে গ্রেফতার হল আরও এক অভিযুক্ত৷ অভিযুক্ত যুবক ভরত প্রধান। তার বাড়ী কাঁথি থানার কনৌকপুর গ্রামে। মঙ্গলবার ধৃতকে কাঁথি আদালতে পেশ করে পুলিশ। বিচারক…
পথবাতি দুর্নীতি কান্ডে সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ যুবককে গ্রেফতার করল পুলিশ*
পথবাতি কাণ্ডে গ্রেফতার হল আরও এক অভিযুক্ত৷ অভিযুক্ত যুবক ভরত প্রধান। তার বাড়ী কাঁথি থানার কনৌকপুর গ্রামে। মঙ্গলবার ধৃতকে কাঁথি আদালতে পেশ করে পুলিশ। বিচারক অভিযুক্তকে ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। গ্রেফতার ভরত প্রধান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী আত্মসহায়ক হিসেবে পরিচিত। আগেই পথবাতি কাণ্ডে দুর্নীতি মামলায় কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানকে গ্রেফতার করেছিল। অভিযুক্ত ইঞ্জিনিয়ার এখনও জেল হাজতে রয়েছে। এই গ্রেফতারের পর রীতি মতন অনেকটাই অস্বস্তিতে পড়েছে রাজ্যের বিরোধী দলনেতার শান্তিকুঞ্জ বাড়িতে। তাহলে কি এবার গ্রেফতার হবেন সৌমেন্দু অধিকারী ? অভিযুক্ত ভরত প্রধানকে নিজেদের হেফাজতে নিয়েছে কাঁথি থানার পুলিশ। সোমবার রাতে অভিযুক্ত ভরত প্রধানকে বাড়ি থেকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ।
No comments