Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোলসারা স্কুলে অটল টিঙ্কারিং ল্যাবের উদ্বোধন দিনে থ্রিডি প্রিন্টার মেশিন খারাপ

ভোলসারা স্কুলে অটল টিঙ্কারিং ল্যাবের উদ্বোধন দিনে  থ্রিডি প্রিন্টার মেশিন খারাপ মহিষাদল ব্লকের অন্তর্গত ভোলসারা দ্বারিকা নাথ হাই স্কুলে(উ: মা:)  বহু বিতর্কিত ঘটনার পর " অটল টিঙ্কারিং ল্যাবের " উদ্বোধনের দিনে থ্রিডি প্রি…



ভোলসারা স্কুলে অটল টিঙ্কারিং ল্যাবের উদ্বোধন দিনে  থ্রিডি প্রিন্টার মেশিন খারাপ

 মহিষাদল ব্লকের অন্তর্গত ভোলসারা দ্বারিকা নাথ হাই স্কুলে(উ: মা:)  বহু বিতর্কিত ঘটনার পর " অটল টিঙ্কারিং ল্যাবের " উদ্বোধনের দিনে থ্রিডি প্রিন্টার ( 3D Printer ) মেশিনটি খারাপ। ল্যাব -এর মধ্যে সবচেয়ে দামী ও উন্নতমানের এই মেশিনটি।স্কুলের পড়ুয়া ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চায় অভিনবত্ব ও সৃষ্টিশীল ভাবনাকে কাজে লাগাতে অটলটিঙ্কারিং ল্যাবের ভাবনা। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান গবেষণা মন্ত্রকের উদ্যোগে স্কুলের পড়ুয়া ছাত্রছাত্রীদের হাতে শিখার জন্য এই ল্যাব তৈরির ব্যবস্থা।ল্যাবটি নির্মিত করার জন্য কেন্দ্রীয় মন্ত্রণালয় থেকে হলদিয়া মহাকুমায় কয়েকটি স্কুলকে১২ লক্ষ টাকার প্যাকেজ (ATL Package s) দেন। আজ থেকে দু বছর আগে ভোলসারা স্কুল অনলাইনে আবেদন করার পরে ল্যাবটি তৈরি করার জন্য ১২ লক্ষ টাকা পায়। কিন্তু ল্যাবটি তৈরি না হওয়ার জন্য স্কুলের ছাত্র-ছাত্রীরা বঞ্চিত হচ্ছিল। গ্রামবাসীদের পক্ষ থেকে বিক্ষোভ দেখান স্কুলের সামনে। এমনকি স্কুলের দেয়ালে পোস্টারও পড়ে ল্যাব সংক্রান্ত বিষয়ে। পোস্টারে লেখা ছিল ল্যাব তৈরির ১২ লক্ষ টাকার সুদ সমেত হিসেব দিতে হবে প্রধান শিক্ষককে।  নড়েচড়ে বসে স্কুলের সমস্ত শিক্ষক থেকে গ্রামবাসীগণ। বহু বিতর্কিত ঘটনার পর আজকে সেই অত্যাধুনিক টেকনোলজি দিয়ে নির্মিত  ল্যাবটির উদ্বোধন হল। উদ্বোধন করলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময়কর। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রিয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ও মহিষাদল উন্নয়ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক যোগেশচন্দ্র মন্ডল প্রমূখ। ল্যাবটি উদ্বোধন দিনে কেন্দ্রীয় মন্ত্রকের নির্দেশ অনুযায়ী বিশিষ্ট  সাইন্সটিক উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন যে এজেন্সি এই ল্যাবটি ছাত্রছাত্রীদের জন্য নির্মিত করেছে। তাদের সাইন্সটিকগণ। কিন্তু যে এজেন্সি অর্থাৎ আবিষ্কার এই ল্যাবটি  অত্যাধুনিক টেকনোলজির যন্ত্রাংশ  সাপ্লাই দিয়ে নির্মিত করেছেন । তাঁরা আজকের দিনে উপস্থিত হয় না। স্কুলের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ করতে অনিচ্ছুক জানিয়েছেন, ল্যাবটিতে অত্যাধুনিক মানের টেকনোলজির বিষয়ে কোনো উপকরণ গুলি নেই। খুব নিম্নমানের ড্রোন রয়েছে। আজকে ছাত্র-ছাত্রীদের সামনে দেখানো হল না থ্রিডি প্রিন্টার মেশিন থেকে কি ধরনের টেকনোলজির ছবিগুলো বেরোবে। শিক্ষকরা আর ও জানান  মেশিনটি রিজেক্ট। উদ্বোধন দিনে যে সকল বিশিষ্ট ব্যক্তিগণ ল্যাবটির প্রদর্শনী দেখতে গিয়েছিলেন। তাঁরা দেখতে পেলেন না প্রজেক্ট মেশিনটিও।আজকের অর্থাৎ উদ্বোধনের দিনে চিঠি দেওয়া সত্ত্বেও আবিষ্কার কোম্পানির টেকনোলজিরা উপস্থিত হয়নি। স্কুলের কয়েকজন প্রাক্তন ছাত্র জানিয়েছেন, আমরা তথ্য জানার অধিকার আইন ২০০৫ এ জানতে চাইব অটল টিঙ্কারিং ল্যাব করার ১২ লক্ষ টাকার কি কি উপকরণ থাকবে? এবং কি কি কেনা হয়েছে?

No comments