Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অটল টিংকারিং ল্যাব করার ১২ লক্ষ টাকা পাওয়া সত্ত্বেও স্কুলে ল্যাব না হওয়ায় বিক্ষোভ গ্রামবাসীদের

অটল টিংকারিং ল্যাব করার ১২ লক্ষ টাকা পাওয়া সত্ত্বেও স্কুলে ল্যাব না হওয়ায় বিক্ষোভ গ্রামবাসীদের
আজ ৫ সেপ্টেম্বর সোমবার জাতীয় শিক্ষক দিবস । দেশ জুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে দিনটি ।ভারতের উপরাষ্ট্রপতি …

 




 অটল টিংকারিং ল্যাব করার ১২ লক্ষ টাকা পাওয়া সত্ত্বেও স্কুলে ল্যাব না হওয়ায় বিক্ষোভ গ্রামবাসীদের


আজ ৫ সেপ্টেম্বর সোমবার জাতীয় শিক্ষক দিবস । দেশ জুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে দিনটি ।ভারতের উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ও মহান দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জন্মদিন এই দিনটি। ১৮৮৮ খ্রিস্টাব্দে ৫  সেপ্টেম্বর জন্ম সর্বপল্লী রাধাকৃষ্ণাণের। আজকের এই মহান দিনে মহিষাদল ব্লকের অন্তর্ভুক্ত ভোলসারা দ্বারিকানাথ হাই স্কুলের সামনে গ্রামবাসীদের বিক্ষোভ। অটল টিংকারিংল্যাব করার ১২ লক্ষ টাকা পাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত স্কুলের ল্যাব রুম সাজানো হয় নাই। কেন্দ্রীয় সরকারের দেওয়া স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতেনাতে শেখার জন্য " অটল টিংকারিং ল্যাব(ATAL TINKERING LABS ) স্কুলে নির্মিত না হওয়ায় ক্ষোভ। একের পর এক গ্রামবাসীরা সকালে স্কুলের সামনে গলায় পোস্টার ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । বিক্ষোভ দেখান স্কুলের এক প্রাক্তন ছাত্র তথা গ্রামবাসী প্রশান্ত বেতাল। তিনি জানান এই স্কুলে আমার দু'জন দাদা গর্বের সহিত শিক্ষকতা করে গিয়েছেন। তাঁর গলায় পোস্টারে লেখা রয়েছে ছাত্র-ছাত্রীদের হাতেনাতে শেখানোর জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া ১২ লক্ষ টাকার ল্যাবরেটরি আজও পর্যন্ত হয় না কেন স্কুলের প্রধান শিক্ষক জয়দেব মেট্যা জবাব চাই-- জবাব দাও? লিখা রয়েছে দু'বছর আগে ১২ লক্ষ টাকার সুদ সমেত গ্রামবাসীদের সামনে হিসাব দিতে হবে। আজ সকালে পুলিশের গাড়ি দেখে ভোলসারা গ্রামের বাসিন্দারা ভয়ে আতঙ্কিত। গ্রামের মহিলাদের অভিযোগ স্কুলের সামনে এত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারা কেন দাঁড়িয়ে রয়েছে আমরা জানতে পারছি না? মহিষাদল নর্থ সার্কেলের এস.আই শুভশ্রী মাইতি কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি সবে নতুন জয়েন করেছি। তদন্ত করে দেখছি স্কুলে কি ঘটনা ঘটেছে। মহিষাদল উন্নয়ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক যোগেশচন্দ্র মন্ডল জানিয়েছেন, স্কুলে ঘটনার খবর পেয়েছি সংবাদমাধ্যমে। প্রকৃত ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

No comments