Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল- গেঁওখালি টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে দু:স্থ মানুষদের দুর্গাপুজোর নতুন বস্ত্র বিতরন

বাঙালীর বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম বড় উৎসবের নাম  দুর্গাপূজা । বছরের এই কয়েকটা দিনের জন্য জাত- ধর্ম নির্বিশেষে আমরা সবাই অপেক্ষা করে থাকি । এটাই ভারত তথা পশ্চিমবাংলার সংস্কৃতি। যুগের পর যুগ সম্প্রীতির এই পরস্পরা বহন …

 বাঙালীর বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম বড় উৎসবের নাম  দুর্গাপূজা । বছরের এই কয়েকটা দিনের জন্য জাত- ধর্ম নির্বিশেষে আমরা সবাই অপেক্ষা করে থাকি । এটাই ভারত তথা পশ্চিমবাংলার সংস্কৃতি। যুগের পর যুগ সম্প্রীতির এই পরস্পরা বহন করে আসছে। তবে দুর্গাপুজোর নামটি শুনলেই আমাদের শৈশবের সংস্কৃতিকে জাগরিত করে তোলে যা, তা হল, মহালয়া। গ্রামেগঞ্জে মায়েরা  আজও ঘরের দরজায় দুর্গাফোঁটা দিয়ে ঘরের মেয়ে উমার আগমনীর বন্ধনা গান করেন। আট-- ন'য়ের দশকে এখনকার মতো বাড়িতে বাড়িতে টেলিভিশন ছিল না। সবাই মহালয়ার অনুষ্ঠান শোনার জন্য নির্ভর করতেন রেডিও-র ওপর। যুগের পরিবর্তন হয়েছে। পুজোর আগেই বড়লোকেরা তাদের পরিবারের ছেলে-মেয়েদের জন্য নতুন পোশাক কেনাকাটার জন্য ভিড় জমিয়েছে বিভিন্ন পোশাকের ও কাপড়ের দোকানে। কিন্তু বর্তমান সমাজে যারা অবহেলিত এখনও অসহায় অবস্থার মধ্য দিয়ে তাদের জীবন কাটাতে হচ্ছে। সেই সব দু:স্থ মানুষদের কথা চিন্তা ভাবনা করে মহিষাদল গেঁওখালি বাস রাস্তার টোটো চালক ইউনিয়নের সদস্যরা মহালয়ার পূর্ণলগ্নে আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজোর নতুন শাড়ী,ধুতি ,লুঙ্গি ও কচিকাঁচাদের জন্য পোশাক তুলে দিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাইতি, সহ-সভাপতি অরুণ দিন্দা, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শেখ রহমান( হাবু ) বিশিষ্ট সমাজসেবী শেখ আমেদ আলি ,টোটো চালক ইউনিয়নের সভাপতি শেখ নাসিব উদ্দিন ও সেক্রেটারি শেখ মুসা আলী প্রমূখ। মহিষাদল ব্লক এলাকার প্রায় ১৫০ জন দু:স্থ অসহায় মানুষদেরকে পুজোর নতুন বস্ত্র তুলে দিলেন বলে জানিয়েছেন ,টোটো চালক ইউনিয়নের সভাপতি শেখ নাসিব আলীও সেক্রেটারি শেখ মুসা আলী। তাদের দ্বিতীয় বর্ষের এই বস্ত্র বিতরণের অনুষ্ঠান বলে জানান সেক্রেটারি শেখ মুসা আলী।No comments