Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অকেজো বাতিস্তম্ভ,জ্বলছে না বহু পথবাতি,প্রশাসনিক উদাসীনতার অভিযোগ

অকেজো বাতিস্তম্ভ,জ্বলছে না বহু পথবাতি,প্রশাসনিক উদাসীনতার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা,হলদিয়া: বিকল পথবাতি,উঠছে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ।হলদিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের শোভারামপুর গ্ৰামের ৩০টি পথবাতি প্রায় দেড় মাস ধরে জ্বলছে না…

 



অকেজো বাতিস্তম্ভ,জ্বলছে না বহু পথবাতি,প্রশাসনিক উদাসীনতার অভিযোগ


নিজস্ব সংবাদদাতা,হলদিয়া: বিকল পথবাতি,উঠছে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ।হলদিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের শোভারামপুর গ্ৰামের ৩০টি পথবাতি প্রায় দেড় মাস ধরে জ্বলছে না।এলাকাবাসীর দাবি সমস্যার কথা জেনেও বাতি সারাতে তৎপর হয়নি প্রশাসন।অভিযোগের তীর স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে।শোভারামপুর গ্ৰামের বেশ কয়েকটি জায়গা দীর্ঘদিন ধরেই অন্ধকারে ডুবছে।স্থানীয় বাসিন্দা সুশান্ত প্রমানিক বলেন "প্রায় দেড় মাস ধরে এই এলাকায় পথবাতি জ্বলছে না,যদিও কয়েকটা জ্বলে, তা বেশিরভাগ সময় মিট মিট করে।কেন সরানো হয়নি,তা কাউন্সিলর বলতে পারবেন"।

শোভারামপুরের একটি অংশে ঘোড়াইমোড় বাজার রয়েছে।ঘোড়াইমোড় থেকে ক্রংকিটের রাস্তার ধারে কোন বাতিস্তম্ভই জ্বলে না বলে অভিযোগ।ফলে সন্ধ্যার পর টিউশন পড়ে বাড়ি ফিরতে সমস্যা হয় পড়ুয়াদের।

এক পড়ুয়ার কথায় "অন্ধকার রাস্তা দিয়ে যেতে ভয় করে,সেজন্য বাড়ি থেকে টর্চচলাইট ব্যাগে করে আনতে হয়,নিজেদের নিরাপত্তার জন্য"

ওই এলাকার প্রায়শই বাতি চুরির ঘটনাও ঘটেছে,সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভা।অভিযোগ স্বীকার করে স্থানীয় কাউন্সিলর সঞ্জীব পট্টনায়ক বলেন "পথবাতি সারানোর কাজ শুরু হয়েছে,শ্রীঘ্রই সমস্যার সমাধান হবে"। যদিও একথা মানতে নারাজ বিরোধীরা‌। এলাকার বিরোধী দলের সদস্য দেবাশীষ ভূঁইয়া বলেন, "শুধু আশ্বাস মেলে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না"।পরের মাসেই শেষ হচ্ছে হলদিয়া পৌরসভার পৌর বোর্ডের মেয়াদ।কিন্ত বিরোধীদের দাবি শুধু ১৪ নম্বর নয় পৌরসভার একাধিক ওয়ার্ডেই বাতিস্তম্ভের বেহাল অবস্থা,কোথাও বাতি থেকেও জ্বলে না,আবার কোথাও বাতি স্ট্যান্ড দাঁড়িয়ে থাকলেও বাতি নেই।হলদিয়া পৌরসভা ভবনের সামনে থেকে সিটি সেন্টার পর্যন্ত পথবাতির পাশাপাশি ত্রিফলা বাতিগুলি অকেজো।যেখানে পৌরসভার নাকের ডগায় সমস্যা রয়েছে, সমাধান হয়নি।সেক্ষেত্রে অন্যান্য ওয়ার্ডের কাজ হবে কি করে? যদিও পুরপ্রধান সুধাংশু মন্ডল বলেন,"আমপান ও ইয়াস ঝড়ে পৌর এলাকার সমস্ত পথবাতি লন্ডভন্ড হয়ে যায়।সারাইয়ের আজ শুরু হয়েছে।তবে কিছুটা সময় লাগবে"।

No comments