Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ওয়ার্ড বিন্যাস একই থাকছে হলদিয়া পুরসভায়

ওয়ার্ড বিন্যাস একই থাকছে হলদিয়া পুরসভায় রাজ্য নির্বাচন কমিশনের ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসে প্রস্তাবে কোনরকম প্রদক্ষেপ গ্রহন করলো না হলদিয়া পৌরসভা।পুরসভার অন্দরে জোর জল্পনা,কাউন্সিলরদের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই কোন প্রদক্ষেপ…

 






ওয়ার্ড বিন্যাস একই থাকছে হলদিয়া পুরসভায়

 রাজ্য নির্বাচন কমিশনের ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসে প্রস্তাবে কোনরকম প্রদক্ষেপ গ্রহন করলো না হলদিয়া পৌরসভা।পুরসভার অন্দরে জোর জল্পনা,কাউন্সিলরদের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই কোন প্রদক্ষেপ গ্ৰহন করেনি পুরসভা।

পুরসভার সাফাই "সময়ের অভাবেই ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব কার্যকরী করা সম্ভব হয়নি" পুরসভা সূত্রে খবর, ২০ জুলাই রাজ্য নির্বাচন কমিশনের তরফে জেলাশাসক তথা জেলা পুর নির্বাচন আধিকারিকের কাছে ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব এসে পৌঁচ্ছায়।জেলা প্রশাসনের তরফে সেই প্রস্তাব পুরসভা কে পাঠানো হয়।২ আগষ্টের মধ্যে ওয়ার্ডের পুর্নবিন্যাসের খসড়া জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু পুরসভার তরফে ওয়ার্ডে পুর্নবিন্যাসের কোনো কার্যকারী প্রদক্ষেপ নেওয়া হয়নি‌। পুরসভার দাবি,ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস প্রস্তাব বোর্ড অফ কাউন্সিলরের সঙ্গে আলোচনা করতে হবে।পুর্নবিন্যাসের খসড়া পুরসভার নোটিশ বোর্ডে ও জেলা প্রশাসনের নোটিশ বোর্ডে দিতে হবে।

পুরসভার সূত্রে খবর মাস দুই শতাধিক আগে ওয়ার্ড বিন্যাসের বিরোধীতা করে জেলাশাসকের কাছে দশ বারো জন কাউন্সিলর সই করে ওয়ার্ড বিন্যাসের বিরুদ্ধে অভিযোগ জমা দেয়।জেলা প্রশাসনের দাবি ওয়ার্ড বিন্যাসের কোনো প্রস্তাব জমা পড়েনি পুরসভার তরফে। রাজনৈতিক মহলের ধারনা পূর্বে ওয়ার্ড বিন্যাসে বেশ কয়েকজন কাউন্সিলের বিরোধী থেকে শিক্ষা নিয়ে,পুর কর্তৃপক্ষ ওয়ার্ড বিন্যাসের সীমানা পুনর্বিন্যাস করতে আগ্ৰহী হয়নি।পুরভোটের আগে গোষ্ঠী কোন্দল রুখতে পুরসভার সাবধানী পদক্ষেপ গ্রহণ করেছে।হলদিয়া পুরসভার পুরপ্রধান সুধাংশু মন্ডল বলেন "ওয়ার্ড বিন্যাসের প্রস্তাব যখন এসেছে,তা কার্যকরী করতে দীর্ঘ সময়ের প্রয়োজন।সেজন্য ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস করা সম্ভব হয়নি।আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্ধন্দ্ব নেই"।

No comments