উন্নয়নের নামে গাছ কেটে তৈরি হলো "পরমান্ন ক্যান্টিন"
২৬-শে আগষ্ট ২০২২ধূম ধাম করে, হলদিয়া পৌরসভার নব নির্মিত ক্যান্টিন "পরমান্নর" শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার পৌরপ্রধান সুধাংশু মন্ডল…
উন্নয়নের নামে গাছ কেটে তৈরি হলো "পরমান্ন ক্যান্টিন"
২৬-শে আগষ্ট ২০২২ধূম ধাম করে, হলদিয়া পৌরসভার নব নির্মিত ক্যান্টিন "পরমান্নর" শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার পৌরপ্রধান সুধাংশু মন্ডল উপ-পৌরপ্রধান নারায়ণ চন্দ্র প্রামানিক, পৌর কার্যনির্বাহিক আধিকারিক তাপস মুখোপাধ্যায় , অর্থ আধিকারিক দুলাল সরকার , পৌর-পরিষদ-সদস্য সেক আজিজুল রহমান ও অন্যান্য কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। প্রসঙ্গত হলদিয়া পৌরসভা মেয়াদ শেষ হচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর তার আগেই হলদিয়া পৌর এলাকার ধুমধাম করে সমস্ত প্রকল্পের উদ্বোধন শুরু হয়েছে। পৌর এলাকা কাউন্টডাউন শুরু হয়েছে।
পরিবেশ কর্মী সুচিস্মিতা মিশ্র জানান পৌর এলাকার উন্নয়নের নামে বৃক্ষ ছেদন করে এই "পরমাণ্ন ক্যান্টিন" তৈরি হয়েছে। পরিবেশকর্মী বলেন গাছটিকে রেখে দিও উন্নয়ন করা যেত। সাধারণ মানুষ গাছ কাটলে ফাইন দিতে হয় উন্নয়নের নামে হলদিয়া পৌরসভা অনেকগুলি গাছ কেটে দেওয়া হয়েছে তার বেলা।
No comments