ভগিনী নিবেদিতার মূর্তি উন্মোচন
 হলদিয়া পৌরসভার প্রত্যেকটি এলাকায় মণীষীদের নামকরণ অনুযায়ী পূর্ণাবয়ব মূর্তি বসানো হচ্ছে।শুক্রবার হলদিয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নিবেদিতা কলোনী এলাকায় আবরণ উন্মোচন হল ভগিনী নিবেদিতার পূর্ণাবয়…
ভগিনী নিবেদিতার মূর্তি উন্মোচন
হলদিয়া পৌরসভার প্রত্যেকটি এলাকায় মণীষীদের নামকরণ অনুযায়ী পূর্ণাবয়ব মূর্তি বসানো হচ্ছে।শুক্রবার হলদিয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নিবেদিতা কলোনী এলাকায় আবরণ উন্মোচন হল ভগিনী নিবেদিতার পূর্ণাবয়ব মূর্তির। মূর্তির আবরণ উন্মোচন করেন পুরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল। মূর্তিকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাকে সাজিয়ে তোলা হবে বলে জানান তিনি। নিবেদিতা কলোনী নামকরণের কারণে দীর্ঘদিন ধরেই সেখানে ভগিনী নিবেদিতার মূর্তি বসানোর দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা।পুরসভার উদ্যোগে অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষজন।মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার উপ-পুরপ্রধান নারায়ণ চন্দ্র প্রামাণিক,চেয়ারম্যান ইন কাউন্সিল আজিজুল রহমান, সভাপতিত্ব করেন স্থানীয় কাউন্সিলর পম্পা প্রধান প্রমুখ।
 
 
 
 
 
 
 
 
 

No comments