Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৫৩ তম বর্ষে হাজরামোড় মৈত্রীভূমির খুঁটি পুজো অনুষ্ঠান

৫৩ তম বর্ষে হাজরামোড় মৈত্রীভূমির খুঁটি পুজো অনুষ্ঠান
 শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী। ' পরিত্রানায় সাধুনং বিনাশায় চ দুষ্কৃতা নং ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামী যুগে যুগে। 'অর্থাৎ দৃষ্ঠের দমন এবং  শিষ্ট…

 



 ৫৩ তম বর্ষে হাজরামোড় মৈত্রীভূমির খুঁটি পুজো অনুষ্ঠান


 শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী। ' পরিত্রানায় সাধুনং বিনাশায় চ দুষ্কৃতা নং ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামী যুগে যুগে। 'অর্থাৎ দৃষ্ঠের দমন এবং  শিষ্টের পালন কর্তা হিসাবে শ্রীকৃষ্ণ এই পবিত্র ভূমি ভারতে যুগে যুগে আবির্ভাব হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতির পদপ্রদর্শক। আজকের এই পূর্ণতিথিতে  শিল্পনগরী হলদিয়ার হাজরা মোড় মৈত্রী ভূমির ৫৩ তম শারদোৎসবের মন্ডপ নির্মাণের শুভ সূচনা " খুঁটি পুজোর "মধ্য দিয়ে শুভারম্ভ হয়। খুঁটি পুজোর শুভ উদ্বোধন করেন হলদিয়া পুরসভার পৌর প্রধান সুধাংশুশেখর মন্ডল। এদিন খুঁটিপুজো প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী গৌরাঙ্গ কুইলা, হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা, পুরসভার ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র প্রামাণিক, চেয়ারম্যান- ইন -কাউন্সিল জয়ন্তী রায়দন্ড পাঠ, বিশিষ্ট সমাজসেবী সত্যশংকর সাহু, হাজরা মোড় নটরাজ ডান্স এন্ড কালচারাল একাডেমীর অধ্যক্ষা ছন্দা জানা, বিশিষ্ট সমাজসেবী তথা ক্লাবের একনিষ্ঠ সদস্য উৎপল জানা ও হলদিয়ার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী শেখ মুজাফফর প্রমূখ। খুঁটি পুজো উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও রক্তে শর্করার মাত্রা( ব্লাড সুগার) নির্ণয় শিবির পালকি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন, সংস্থার সম্পাদক আশিস হাজরা।

No comments