Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছাত্রছাত্রীদের হাতে প্রস্তুতকরা বিভিন্ন মডেলের সম্ভার নিয়ে প্রতিদর্শনীর করা হয়

ছাত্রছাত্রীদের হাতে প্রস্তুতকরা বিভিন্ন মডেলের সম্ভার নিয়ে প্রতিদর্শনীর করা হয়
 পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে টেকনো ইন্ডিয়া স্কুলের ছাত্রছাত্রীদের হাতে প্রস্তুতকরা বিভিন্ন মডেলের সম্ভার নিয়ে প্রতিদর্শনীর আয়োজন করা হয়।শুধুমাত্র বিজ্ঞা…

 


ছাত্রছাত্রীদের হাতে প্রস্তুতকরা বিভিন্ন মডেলের সম্ভার নিয়ে প্রতিদর্শনীর করা হয়


 পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে টেকনো ইন্ডিয়া স্কুলের ছাত্রছাত্রীদের হাতে প্রস্তুতকরা বিভিন্ন মডেলের সম্ভার নিয়ে প্রতিদর্শনীর আয়োজন করা হয়।শুধুমাত্র বিজ্ঞান বিভাগের মডেল নয়,বাংলা ও হিন্দি সাহিত্যের ওপর, এছাড়া ইতিহাস,বাংলার লোকসংস্কৃতিও স্থান পেয়েছে মডেলে।বাংলা ও হিন্দি সাহিত্যের উৎপত্তি, হরোপ্পা মহেঞ্জোদারো সভ্যতা,বাংলায় হারিয়ে যাওয়া সংস্কৃতি, রোবট তৈরী,নতুন এ্যাপ তৈরী এছাড়া বিজ্ঞানের নানাবিধ বিষয় নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।এদিন অনুষ্ঠানের শুভসূচনা করেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপ্যাল সুমন চট্টোপাধ্যায়, কোলাঘাট ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষ সহ একাধিক বিশিষ্টজনেরা।এদিন বিদ্যালয়ের প্রিন্সিপ্যাল সুমন বাবু জানান,এই প্রদর্শনী ছাত্রছাত্রীদের কাছে একটা বড় ভূমিকা নেবে পড়াশোনা ও জ্ঞান বৃদ্ধিতে।পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিভিন্ন মডেল তৈরীতে উৎসাহ দেখানে বাড়তি জ্ঞানের সঞ্চার ঘটবে।পাশাপাশি তাদের বন্ধুদের বিভিন্ন মডেল দেখলেও জ্ঞানবৃদ্ধিতে সহায়তা করবে।এদিন সুমন বাবু আরো জানান,দুবছর কোভিড সমস্যায় ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রেও ব্যপক ঘাটতি ঘটেছিলো।পড়াশোনায় অনেকটাই দূরত্ব তৈরী হয়েছিলো।স্কুল দীর্ঘ সময়ের পর খুললেও শিশুদের পড়াশোনায় মননিবেশে এখনও ঘাটতি কিছুটা রয়েছে।এই সমস্ত প্রদর্শনীর মাধ্যমে শিশুদের পড়াশোনার মননিবেশে সহায়তা করবে বলে জানান কোলাঘাট টেকনো ইন্ডিয়া স্কুলের প্রিন্সিপ্যাল সুমন চট্টোপাধ্যায়।

No comments