মেদিনীপুর সমন্বয় সংস্থার সভাপতি মন্মথ নাথ দাস!মেদিনীপুরের ঐতিহ্যবাহী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থার দ্বাদশ বার্ষিক সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হয় কলকাতার বীরেন্দ্র মঞ্চে। ৮ই অক্টোবরের সভা থেকে ৬১ জনের সেন্ট্রাল কমিটির সদস্য তৈরী হ…
মেদিনীপুর সমন্বয় সংস্থার সভাপতি মন্মথ নাথ দাস!
মেদিনীপুরের ঐতিহ্যবাহী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থার দ্বাদশ বার্ষিক সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হয় কলকাতার বীরেন্দ্র মঞ্চে। ৮ই অক্টোবরের সভা থেকে ৬১ জনের সেন্ট্রাল কমিটির সদস্য তৈরী হয়। মহালয়ার নির্বাচিত ৬১ জন সদস্যদের নিয়ে মেদিনীপুর ভবনে ২১ জনের কার্যকরী কমিটি হয় শনিবার। দু বছরের ময়দানের এই সভাপতি হলে আঞ্চলিক ইতিহাস গবেষক ও বহু গ্রন্থ প্রনেতা সাহিত্যিক মন্মথ নাথ দাস। কার্যকারী সভাপতি অধ্যাপক ডঃ গৌর গোপাল মাইতি। সহ সভাপতি অ্যাডভোকেট জয়ন্ত দাস, অধ্যাপক ডঃ গোবিন্দ মাইতি, অধ্যাপিকা শিখা মাইতি, শুভেন্দু রায়, অধ্যাপক হৃষিকেশ পয়ড়্যা, অধ্যাপক ডঃ তপন কুমার পট্টনায়ক, ডঃ কালীপদ প্রধান। সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার। যুগ্ম সম্পাদক রাজকুমার মাইতি, অমিত কুমার সাহু, রাধাশ্যাম দাস, সুরপতি প্রধান, অধ্যাপক শ্যামাপদ জানা, চঞ্চল সাহু,
সুমন নারায়ণ বাকরা, ডাঃ অরূপ কুমার দাস, কোষাধ্যক্ষ অশোক কুমার মল্লিক সহ কোষাধ্যক্ষ অমিয় কুমার মাইতি। আইনি পরামর্শদাতা অ্যাডভোকেট কার্ত্তিক চন্দ্র রায়।
নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে সবার সঙ্গে সৌজন্য বিনিময় হয়। প্রসঙ্গত এর আগের সভাপতি ছিলেন প্রবাসী মেদিনীপুরের অরূপ রতন পট্টনায়ক। এই প্রথম কলকাতার বাইরে মেদিনীপুরের কাউকে সভাপতি হিসেবে আনা হলো।
নবনির্বাচিত সভাপতি মন্মথ বাবু জন্মসূত্রে পটাশপুর ২ এর আড়গোয়াল পঞ্চায়েতের মঙ্গ লচক গ্রামের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি মুগবেড়িয়ায় স্থায়ীভাবে বসবাস করেন ।মন্মথ বাবুর এই দায়ত্বিভার গ্রহণে দুই মেদিনীপুর জুড়ে লেখক শিল্পী মহলে খুশির হাওয়া। মেদিনীপুর সমন্বয় সংস্থার বহুবিধ সামাজিক কাজের মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রাণপুরুষ অধ্যাপক প্রণবেশ জানার নেতৃত্বে ৭ বি বলরাম ঘোষ স্ট্রিট, কলকাতা -৪ এ মেদিনীপুর ভবন গড়ে তোলা।
No comments