Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এগরায় সর্বপ্রথম মাছে টিকাকরণ

এগরায় সর্বপ্রথম মাছে টিকাকরণওড়িশার ভুবনেশ্বরের কেন্দ্রীয়  মিঠাজল গবেষণা কেন্দ্রের গবেষক মৃনাল সামন্ত এক যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেন। তা হল মাছের ওপর ভ্যাকসিন।এ দিন পূর্ব মেদিনীপুরের এগরা-১ ব্লকের মাছ চাষীদের হ্যাঁচারিতে উপস…

 



এগরায় সর্বপ্রথম মাছে টিকাকরণ

ওড়িশার ভুবনেশ্বরের কেন্দ্রীয়  মিঠাজল গবেষণা কেন্দ্রের গবেষক মৃনাল সামন্ত এক যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেন। তা হল মাছের ওপর ভ্যাকসিন।

এ দিন পূর্ব মেদিনীপুরের এগরা-১ ব্লকের মাছ চাষীদের হ্যাঁচারিতে উপস্থিত হয় ওই গবেষক। সেখানে 'শিখা ব্রুট ভ্যাট' নামে এক ধরনের ভ্যাকসিন তৈরি করে বিভিন্ন ধরনের মাছের ওপর প্রয়োগ করা হয়, যা মাছের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করবে এবং মাছকে নিরোগ রাখবে।

রুই কাতলা, মৃগেল ছাড়াও মাগুর, শিঙি মাছেও ওই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। 

এমন পদ্ধতি ব্যবহারে মাছ চাষে লাভবান হবে হ্যাঁচারির মাছ চাষিরা বলে জানিয়েছেন এগরা -১ ব্লকের ফিশারি এক্সটেনশন অফিসার সুমন কুমার সাহু। তবে এদিন মাছ চাষিরা এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উপস্থিত ছিলেন এগরা-১ ব্লকের বিডিও সুমন ঘোষ, এগরা -১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, ব্লকের কর্মাধ্যক্ষ অভিমন্নু দাস প্রমুখ।

No comments