Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা! শুক্রবার মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা, একনজরে সফরসূচি

চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা! শুক্রবার মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা, একনজরে সফরসূচিপ্রদীপ কুমার মাইতি-চার দিনের সফরে বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সফরে তিনি যেমন নীতি আয়োগে…

 



চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা! শুক্রবার মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা, একনজরে সফরসূচি

প্রদীপ কুমার মাইতি-চার দিনের সফরে বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সফরে তিনি যেমন নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন, ঠিক তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu)সঙ্গে দেখা করবেন বলে সূত্রের খবর।

এদিন দিল্লিতে বিকেল ৪ টে নাগাদ সুখেন্দুশেখর রায়ের বাসভবনে দলের সব সাংসদদের নিয়ে বৈঠক করবেন। শুক্রবার তাঁর সংসদের সেন্ট্রাল হলে যাওয়ার কথা রয়েছে। গতবারে দিল্লে সফরে কোভিড বিধা থাকায় তিনি সংসদের সেন্ট্রাল হলে যেতে পারেননি। এবার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে রেখেছেন বলে জানা গিয়েছে।

শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রধানমন্ত্রী মোদী এবং পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। মধ্যে শনিবার রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ। রবিবার নীতি আয়োগের বৈঠকেও যোগ দেবেন। মুখ্যমন্ত্রী আজাদিকা অমৃত মহোত্‍সবে যোগ গেবেন। বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে, তবে তার সময় এখনও ঠিক হয়নি।


মোদীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা

 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন। তবে এর সময় এখনও জানা যায়নি। এই সাক্ষাত্‍কার নিয়ে রাজ্যের বিরোধী বাম-কংগ্রেসের তরফে তীব্র কটাক্ষ করা হয়েছে। তাপা বলছে, তৃণমূল সরকারে যে আর্থিক দুর্নীতি প্রকাশ্যে এসে পড়েছে, তা নীতি আয়োগে বৈঠকে যোগ দেওয়ার নাম করে দিল্লিতে গিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।


গুরুত্বপূর্ণ নীতি আয়োগের বৈঠক

 


মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ হল নীতি আয়োগের বৈঠক। কেন্দ্র-রাজ্য সম্পর্ক এবং জিএসটি নিয়ে বিবাদের মধ্যেই প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে রবিবার নীতি আয়োগের বৈঠক করবেন। এর আগে বিভিন্ন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের তরফে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া না মেটানোর অভিযোগ বারে বারে করা হয়েছে। এবারের বৈঠকে সেই বিষয় তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী

উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় দিল্লিতেই থাকবেন মমতা

এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কাউকেই সমর্থন করবে না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন না জানানোয় প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধী শিবিরে। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর যথেষ্টই তাত্‍পর্যপূর্ণ। কেননা মার্গারেট আলভা একাধিক তৃণমূল সাংসদের সঙ্গে ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে কথা বলে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করেছেন।

No comments