Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পোলন্দা জুনিয়র হাইস্কুলের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক আলোচনা সভা

পোলন্দা জুনিয়র হাইস্কুলের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক আলোচনা সভা

আজ পোলন্দা জুনিয়র হাইস্কুলের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনাটি প্রদর্শিত হয় স্লাইড-শোয়ের মাধ্য…

 


পোলন্দা জুনিয়র হাইস্কুলের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক আলোচনা সভা



আজ পোলন্দা জুনিয়র হাইস্কুলের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনাটি প্রদর্শিত হয় স্লাইড-শোয়ের মাধ্যমে।

            প্রদর্শন করেন কলকাতা আলিপুর আবহাওয়া অফিসের প্রাক্তন আবহাওয়াবিদ সম্মানীয় অশোক কুমার হাজরা মহাশয়।  তিনি অত্যন্ত সুন্দরভাবে বাল্যবিবাহের কুফল  বক্তব্যের পাশাপাশি স্লাইড-শোয়ের মাধ্যমে ঘটনাগুলি তুলে ধরেন।

               সভার প্রথমে এ বিষয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুর্গাপদ মাসান্ত  মহাশয়। এ বিষয়ে তিনি বলেন যে- উনি এই বিদ্যালয়ে এ বছর মার্চ মাসের শেষে জয়েন করার পর লক্ষ্য করেন যে বেশ কিছু ছেলে-মেয়ে স্কুলে অনিয়মিত হচ্ছে। প্রথমে অন্যের মাধ্যমে খোঁজখবর নিয়ে কোন অবস্থার পরিবর্তন দেখতে না পাওয়ায় গত মাসে উনি ডোর-টু-ডোর ভিজিট করে জানতে পারেন যে কেউ কেউ অন্যত্র চলে গেছে। কেউ আবার  অন্য ছেলের সঙ্গে পালিয়ে বিয়েও করে ফেলেছে।

       লকডাউনে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়াশোনায় অবহেলা থেকেই এই ঘটনাগুলি ঘটছে বলে তিনি মনে করেন। তাই অভিভাবক-অভিভাবিকা এবং স্ব-সহায়ক দলের প্রতিনিধিদের ডেকে এই আলোচনা সভার আয়োজন করেন। আলোচনায় সবাই খুশি হয়ে এই আশা ব্যক্ত করেন যে,  আগামী দিনে নিশ্চয়ই এর সুফল ফলবে এবং বাল্যবিবাহ প্রতিরোধ অবশ্যই হবে।

No comments